Header Ads

গদ্য কবিতা - 'অচেনা প্রেম' ।। Godyo Kobita - 'Ochena Prem'

অচেনা প্রেম 

সেদিনটা ছিল আষাঢ়ের প্রবল বৃষ্টিমুখর একটি দিন । 
আকাশ জুড়ে ছেয়ে ছিল দৈত্যাকৃতি কালো রঙের মেঘ, 
বাইরে সেতারের সুরে সুর মিলিয়ে ঝন-ঝন করে পড়ছিল বৃষ্টি , 
অজানা বৃষ্টিকে জানবার আগ্রহে , 
ছাতা মাথায় পা বাড়ালাম কর্দমাক্ত পথের দিকে । 
সেতারের সুরে সুর মিলিয়ে হাঁটতে লাগলাম 
এক অজানা গন্তব্যের পথে। 
হঠাৎ এল জীবনের সেই
প্রথম শুভ মুহূর্ত ; 

ভাবালু এক মোহ মুগ্ধ চোখে দেখলাম তাকে 
-- ছাতা মাথায়, পথের ওপারে দণ্ডায়মান সে । 
সে যেন মোর স্বপ্নে দেখা সেই রাজকন্যা , 
সেই স্বপ্নপরি । 
হঠাৎ কি জানি কোথা থেকে 
প্রেরিত দুতের মত ছুটে চলে গেল এক ঝোড় হাওয়া । 
সে যেন যেতে যেতে কানে-কানে কিছু বলে গেল মোরে, 
যেন সে বলে গেল, 'যেও না, যেও না 
ওর কাছে যেও না; ও তোমার জীবনে ডেকে আনবে 
এক অমঙ্গলের ছায়া ।'
হঠাৎ তন্দ্রা কেটে গেল, 
বিস্ফারিত চোখ মেলে দেখি, চলে গেছে সেই দুত; 
দাঁড়িয়ে আছে সেই স্বপ্নের পরী, এখনও 
-- যেন কারো প্রতীক্ষায় । 
চোখ মেলে চেয়ে দেখি, 
এক যুবা এসে নিয়ে গেল তারে 
কে ছিল সে ? তার প্রেমিক ? 
নাকি অন্য কেউ ? 
জানিনা; কিন্তু যখনই গিয়েছি সেথা 
পাইনি দেখা তার । 
জানিনা আর কখনও দেখা পাব কিনা ? 
কিন্তু মনে-প্রানে আজও বিশ্বাস করি, 
একদিন তার দেখা পাবই 
-- কারণ, পৃথিবীটা যে গোল । 


No comments