Header Ads

About Me

লেখক পরিচিতি
সৌরভ ভুঁইয়া
নাম :- সৌরভ ভূঞ্যা
জন্ম তারিখ :-  ৯ ই অক্টোবর, ১৯৯৪
জন্মস্থান:- পূর্ব মেদিনীপুর, ভারতবর্ষ
বর্তমান নিবাস:- কলিকাতা, ভারতবর্ষ
পেশা:- প্রাইভেট কোম্পানিতে চাকুরীরত।
শিক্ষাগত যোগ্যতা:- প্রাণিবিদ্যায় স্নাতক, কলিকাতা বিশ্ববিদ্যালয়।
সৌরভ ভূঞ্যা (১৯৯৪ – ): ৯ ই অক্টোবর, ১৯৯৪ (ইং) সালে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কিসমথ্থিয়ার নামক এক ছোট্ট অজপাড়াগাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা ও মাতার নাম যথাক্রমে শ্রীযুক্ত রমাপতি ভূঞ্যা ও শ্রীমতি ভারতী ভূঞ্যা।
পিতা পেশায় একজন ভারতীয় জীবন বিমা নিগমের প্রতিনিধি।

কবি ও লেখক সৌরভ শ্যামপুর বাশুলী বিদ্যাভবন থেকে মাধ্যমিক ও রামনগর রাও উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন।
তারপর ২০১১ সালে কলকাতার সিটি কলেজ, যেখান থেকে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন, সেই মহাবিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় অনার্স নিয়ে পড়াশুনা শুরু করেন।

বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও তাঁর বরাবর বাংলা সাহিত্যের প্রতি একটু বেশি ঝোঁক ছিল।

ছোটবেলায় মাত্র আঠ বছর বয়স থেকে তিনি লেখালেখি শুরু করেন। বিদ্যালয়ে পড়াশুনা চলাকালীন তিনি আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধপাঠ, স্বরচিত কবিতা পাঠ প্রভৃতির সাথে যুক্ত ছিলেন।
তাঁর জীবনের প্রথম কবিতা 'বসুন্ধরা', যা তিনি লিখেছিলেন মাত্র আঠ বছর বয়সে তাঁর পিতার দৈনন্দিন হিসেব-নিকেশ করার খাতাতে।

অতঃপর তাঁর বিভিন্ন কবিতা নানান সাহিত্য পত্রিকা, স্কুল ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে।

বর্তমানে তিনি ভারতের 'সাহিত্য সম্ভার পত্রিকা', 'দৃষ্টি সাহিত্য পত্রিকা' প্রভৃতি সাহিত্য পত্রিকায় এবং নানান ব্লগে লেখালেখি করেন।

এছাড়া তাঁর নিজের একটি ব্লগ আছে 'সৌরভ ভূঞ্যা' নামে। ব্লগটির লিংক হলো:-

তাঁর ইংরেজী ব্লগটির লিংক হল: 
https://souravbhuniya.blogspot.com

প্রকাশিত বই:- তাঁর প্রথম যৌথ কাব্যগ্রন্থ 'বাতায়নে তার দেখা' (২০১৮) প্রকাশিত হয় বাংলাদেশের স্বাক্ষর প্রকাশনীর ব্যানারে বাংলাদেশের বিশিষ্ট কবি, লেখক ও সম্পাদক শ্রদ্ধেয় এ কে এম আনোয়ারউদ্দিন মহাশয়ের সম্পাদনায়। 

এবং তাঁর দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থটি হলো উপরোক্ত একই সম্পাদকের সম্পাদনায় বাংলাদেশ থেকে প্রকাশিত 'প্রানের সুর' (২০১৯)।