Header Ads

ভবিষ্যৎ পৃথিবী কে নিয়ে বাংলা কবিতা 'শব্দ বিনা পৃথিবী' । Bangla Kobita on future of world 'World without Word'

ভবিষ্যৎ পৃথিবী কে নিয়ে বাংলা কবিতা 'শব্দ বিনা পৃথিবী'

ভবিষ্যৎ পৃথিবী কে নিয়ে বাংলা কবিতা 'শব্দ বিনা পৃথিবী' 

যদি এ দুনিয়া থেকে কোনোদিন 
শব্দটা হারিয়ে যায়, 
যদি এই দুনিয়াটা কখনও 
'শব্দ বিনা পৃথিবী' হয়ে যায়; 
তবে ঠিক কেমন হবে ? 

ঠিক যেমন, 
'জল বিনা সাগর', 
কিংবা, 'বালু বিনা মরুভুমি' 
ঠিক তেমনটা কি হবে না ? 

হয়তো বাঁ এই দুনিয়াটা 
'প্রাণ বিনা শরীর' 
কিংবা 'কবিতা বিনে কবি', 
নইলে 'মাঝি বিন নৌকো' 
এমনটা কি হয়ে যাবে ? 

Tag: Bangla Kobita, Bangla Kobita on future of world, World without Word, Prokritir kobita, ভবিষ্যৎ পৃথিবী কে নিয়ে বাংলা কবিতা, শব্দ বিনা পৃথিবী, জল বিনা সাগর, বালু বিনা মরুভুমি, প্রাণ বিনা শরীর, কবিতা বিনে কবি, মাঝি বিন নৌকো, 


Bangla Kobita on future of world 'World without Word'

No comments