Header Ads

দুই বাংলা কে নিয়ে বাংলা কবিতা 'আমার বাংলা'। Dui bangla ke niye bangla kobita 'Amar Bangla'

দুই বাংলাকে নিয়ে বাংলা কবিতা

কবিতা - 'আমার বাংলা' 

'এ তুমি কেমন তুমি,
                       চোখের জলে চরণ পুছ। '

এ তুমি কেমন তুমি, 
                      হৃদয় দিয়ে ভালোবাসো। 
এ তুমি কেমন তুমি, 
                      মনের দ্বারটি খোলা রাখ। 
এ তুমি কেমন তুমি, 
                       শত আঘাত সইতে পার। 
এ তুমি কেমন তুমি, 
                      স্মৃতি গুলো সব গুছিয়ে রাখ। 
এ তুমি কেমন তুমি, 
                      ভালোবাসার গানটি গেয়ে 
                      আমাদের এই বিভেদ মুছ। 
দুই বাংলার শিল্পী মানুষ, 
তোমায় যখন এক' নামে ডাকে
ধন্য হই গো ধন্য মোরা, 
ধন্য তোমায় ভালবেসে। 
কত কালের কত বাউল 
তোমার কোলে গান গেয়ে যায়, 
কবিগুরুর এই জন্মভুমি 
যেন পূর্ণতায় ভরে যায়। 
যদি কখনও যাই মাগো --- 
তোমায় ছেড়ে, 
মম ভবলীলা সাঙ্গ করে; 
ফিরব আবার এই বাংলায়, 
তোমায় মাগো ভালবেসে।  

Tag: Amar Bangla, Dui Bangla, Valobasa, Love, Bengali, Bengali Culture, Baul gan, Poschimbongo, Bangladesh, E tumi Kemon tumi, আমার বাংলা, দুই বাংলা, দুই বাংলার গান, বাংলা কবিতা, বাংলার মানুষ, বাংলা ভাষা, ভালোবাসা, বাংলার শিল্পী, বাউল, বাউল গান, এ তুমি কেমন তুমি, দুই বাংলাকে নিয়ে কবিতা 

দুই বাংলাকে নিয়ে বাংলা কবিতা

No comments