দুই বাংলা কে নিয়ে বাংলা কবিতা 'আমার বাংলা'। Dui bangla ke niye bangla kobita 'Amar Bangla'
কবিতা - 'আমার বাংলা'
'এ তুমি কেমন তুমি,
চোখের জলে চরণ পুছ। '
এ তুমি কেমন তুমি,
হৃদয় দিয়ে ভালোবাসো।
এ তুমি কেমন তুমি,
মনের দ্বারটি খোলা রাখ।
এ তুমি কেমন তুমি,
শত আঘাত সইতে পার।
এ তুমি কেমন তুমি,
স্মৃতি গুলো সব গুছিয়ে রাখ।
এ তুমি কেমন তুমি,
ভালোবাসার গানটি গেয়ে
আমাদের এই বিভেদ মুছ।
দুই বাংলার শিল্পী মানুষ,
তোমায় যখন এক' নামে ডাকে
ধন্য হই গো ধন্য মোরা,
ধন্য তোমায় ভালবেসে।
কত কালের কত বাউল
তোমার কোলে গান গেয়ে যায়,
কবিগুরুর এই জন্মভুমি
যেন পূর্ণতায় ভরে যায়।
যদি কখনও যাই মাগো ---
তোমায় ছেড়ে,
মম ভবলীলা সাঙ্গ করে;
ফিরব আবার এই বাংলায়,
তোমায় মাগো ভালবেসে।
Post a Comment