অনেকদিন হল কবিতা লেখা হয় না। সৌরভের কবিতা। Onekdin holo kobita lekha hoy na| Bengali Sad Love Poem by Sourav Bhuniya
অনেকদিন হল কবিতা লেখা হয় না
অনেকদিন হল কবিতা লেখা হয়্ না,
আসলে লিখতেই পারি না।
এমনিতেই মাথার মধ্যে নানান কিছু
কিলবিল করে,
কিন্তু কলমটা হাতে তুলে নিলেই সব উধাও।
আসলে আমি জাত কবি নই তো।
কবিরা অনেক বড়, অনেক মহান,
আমি তাদের মতো নই।
কোনো একজন জ্ঞানী বক্তি বলেছিলেন,
কবি হতে গেলে অনেক-গুলো, অনেক-রকমের
ভাবনা - চিন্তা একসাথে
ভাবার ক্ষমতা রাখতে হয়্।
আমি আসলে তেমনটা নই,
আমি মুহূর্তের মধ্যে কিছু ভাবি,
তাকে আঁকড়ে ধরি,
আর শেষে সে ও উধাও হয়ে যায়
কিংবা আমার মন উঠে যায়।
আসলে আমি কোনোকিছুতে বেশিদিন থাকতে পারি না।
আইঢাই করে উঠে,
তাই তো প্রেমটাও টিকল না।
প্রেমে পড়লে লোকে নাকি কবি হয়ে যায়,
আমিও হয়ে ছিলাম।
কবিতা লিখেছিলাম, প্রেমিকাকে চিঠিতে
সেই কবিতা উপহার ও দিয়েছিলাম।
কিন্তু প্রেমিকার কাছে আমার কবিতার চেয়ে
আমার দেওয়া দামি ঘড়িটা ভালো ঠেকেছিল।
আমার মনের চেয়ে, আমার পকেট টাই
তার কাছে বেশী ভালো লেগেছিল।
কিন্তু আমি তো প্রেমে - পাগল,
এসব কি আর মাথায়্ ঢোকে।
অবশেষে যখন সে আমার পকেট কেটে,
অন্যের পকেটে দৃষ্টি ফেলল,
তখন আমার সম্বিৎ ফিরল।
তারপর জন্ম নিল দুঃখের কবিতা।
সেও চলল কিছু দিন।
তখন চলছে বিরহের স্বর্ণযুগ ---
একগাল দাড়ি, ফাঁকা মানিব্যাগ,
বন্ধুর ধারের টাকায় মেসের ভাড়া, ক্যান্টিন খরচ,
মদের বোতল আর কবিতার ডায়েরি।
অবশেষে রাত কেটে সূর্যের উদয় হল।
কোনো একজন শুভচিন্তকের চেষ্টায়
মোটা মুটি একটা চাকরি জুটল।
তারপর শুরু হল অসুর রাজ্যে
অসুর রাজের হুংকার, আর দশটা - পাঁচটা গাধার খাটনি।
মাথা থেকে কবিতার ভুত ই কবে উড়ে গেল।
কবিতা আমায়্ ডিভোর্স দিল,
আর এই দুদিনের কবি কল্পনা ছেড়ে
রাস্তায় ফিরল।
তাই ইচ্ছা থাকলেও আর কবি হওয়া হল না।
সেই একাকীই থেকে গেলাম,
কারোর হৃদয়ে আর জায়গা নিতে পারলাম না,
না কবিতা, না প্রেমিকা।
Post a Comment