Header Ads

আমরা মধ্যবিত্ত যে কিনা, তাই আমাদের প্যাশন বলে কিছু থাকতে নেই। Amra Modhyobitto je kina, tai amader pssion bole kichu thakte nei, written by Sourav Bhuniya

 আমরা মধ্যবিত্ত ভাই,তাই আমাদের প্যাশন, ইচ্ছা, স্বপ্ন বলে কিছু থাকতে নেই।

এই প্যাশনের পিছনে ছুটতে ছুটতে যখন পকেট খালি হয়ে যায়,

বাসের ভাড়া দেবার ভয়ে ভিড়ের মধ্যে লুকিয়ে বাস থেকে নেমে যেতে হয়,

বাড়িতে ফিরে বাবার ডাক্তারের ফিস, মায়ের ওষুধ, ভাই বোনের টিউশন ফিস দেবার জন্য
নিজের প্রিয় লক্ষিভার টা ভাঙতে হয়,

তখন মনে হয়, বোধ হয় ডিসিশন টা ভুল নিয়ে ফেলেছিলাম।

তাই তো বুকের কলিজা থেকে প্যাসন টাকে নিংড়ে ফেলে
দশটা পাঁচটার গাধার খাটুনি, বসের খিচুনি, ওভার ডিউটি এসবের দিকে ছুটে যেতে হয়।

আসলে দায়িত্বের বোঝাটা ঘাড়ে পড়লে, প্যাশন টাকে যে নুইয়ে পড়তেই হয়।
আমরা মধ্যবিত্ত যে কিনা .....
আমরা মধ্যবিত্ত যে কিনা, তাই আমাদের প্যাশন বলে কিছু থাকতে নেই




Tag: প্যাশন, Passion, life, middle-class family problem, middle-class problem, bong quotes, writing by Sourav, মধ্যবিত্ত জীবন, মধ্যবিত্তের সমস্যা

No comments