Header Ads

কাকতালীয় হলেও এটাই সত্যি যে, আমরা দুজনেই কেউ কারোর প্রথম প্রেম ছিলাম না। Kaktaliyo Holeo Etai Sotyi Je Amra Dujonei Keu Karor Prothom Prem Chilam Na, written by Sourav Bhuniya

 


আমি তার প্রথম ভালোবাসা ছিলাম না, 

সে ও ছিল না আমার। 

তার প্রথম ভালো লাগা, তার প্রথম কষ্ট, প্রথম অভিমান কোনোটাই আমি ছিলাম না। 

কাকতালীয় হলেও এটাই সত্যি যে, 

আমরা দুজনেই কেউ কারোর প্রথম প্রেম ছিলাম না। 

কিন্তু, সে আমার প্রথম ছিল,

ছিল এমন একজন ---

যার কথার প্রেমে আমি পড়েছিলাম

এই প্রথমবার। 

এই প্রথমবার আমি কোনো একজনের রূপ দেখে নয়, 

তার কথা, তার ব্যক্তিতের প্রেমে পড়েছিলাম। 

এই প্রথমবার আমি কোনো একজনের প্রেমে পড়েছিলাম ---

যাকে আমি চোখের দেখায় দেখিনি, শুধু মনের দেখায় তারে আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম, 

যে শুধু আমার ম্যাসেঞ্জার আর ফোন কলের গণ্ডিতেই আটকে ছিল। 

লোককে বলতে শুনি, 

কাউকে না দেখে, না জেনে, সোশ্যাল মিডিয়ায় নাকি কোনোদিন প্রেম হয় না। 

কিন্তু আমার হয়েছিল। 

আমার হয়েছিল সেই সোশ্যাল মিডিয়ায় প্রেম, 

যেখানে সে আমায় প্রথমে আমার আগেই ম্যাসেজ করত, 

নিজের প্রচুর কর্মব্যস্ততার মাঝে ঠিক মনে করেই আমার খোঁজ নিত ---

আমি কি খেলাম, কখন খেলাম, শরীর - মন কেমন আছে। 

কিন্তু ওই যে বলে না,

কোনো ভালো কিছু কারোর জীবনে বেশিদিন সয় না। 

আমাদেরও সইল না। 

আমাদেরও সেই দুদিনের সম্পর্কের একদিন ঠিক ইতি চলে এল। 

হঠাৎ করে তার ফোন কল, ম্যাসেজ আসা বন্ধ হয়ে গেল। 

পরে জানলাম, সে তার শহরে ফিরে গেছে, তার সেই অতীতের স্পেশ্যাল কাউকে নিয়ে। 

আজও যখন ফেসবুকে তার নামের পাশে নীল আলোটা জ্বলতে দেখি, 

তখন চ্যাট বক্সে খেয়াল বশে তাকে লেখা ম্যাসেজ টি হুশ ফিরলেই আবার মুছে ফেলি। 

আজও তার নাম্বারটা ফোনের কন্টাক্ট লিস্টে অক্ষত ভাবে গচ্ছিত আছে, 

শত ইচ্ছা সত্বেও যে আজ পর্যন্ত আর ডায়াল স্ক্রিনে স্থান পায়নি। 

কিন্তু আমার আসল সমস্যাটা কি জান ----

যার রূপের প্রেমে পড়েছি, তাকে তো সময় লাগলেও ভুলে যাওয়া যায়; 

কিন্তু যার কথা, যার ব্যাক্তিতের প্রেমে পড়েছি, তাকে কি করে ভুলে থাকা যায় !!!

Tag: Bangla Premer Kobita, Prem, 2nd love, valobasa, breakup, sad love story, bengali writings, Sourav Bhuniya writings, Sourav writings

No comments