Header Ads

এটাই না হয় প্রমিস রইল। Etai na hoy promiss roilo, promiss day bangla kobita written by Sourav Bhuniya

 

Kotha diye majhpothe hattta chere debar chaite kono kotha na diye sathe thakata thik noy ki

কথা দিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেবার চেয়ে,

কোনো কথা না দিয়ে যতটা পথ যাওয়া যায়, 

ততটা পথ হাত ধরে সাথে চলাটা ঠিক নয় কি??

কথা দিলেই কথা রাখতে হবে, এসব টেনশন না রেখে ---

কোনো কথা না দিয়ে পাশে থাকার মজাটাই বোধ হয় খুব আলাদা। 

না কোনো কমিটমেন্ট, না কোনো এক্সপেকটেশন, 

তাই কেউ মাঝপথে ছেড়ে চলে গেলেও 

মনে কোনো দ্বিধা, দ্বেষ, ক্লেশের কোনো অস্তিত্ব আর রইবে না। 

কোনো কমিটমেন্ট ছাড়াই সম্পর্কটা এমন হোক, যাতে,

হারিয়ে যাবার পরেও, যদি কোনোদিন কোনো এক পথে হঠাৎ করে দেখা হয়, 

তবে যেন একে অপরের চোখে চোখ মেলাতে ইতস্তত না করি,

মিথ্যা কমিটমেন্টের গ্লানি যেন বুকে পাথর হয়ে চেপে না রয়। 

যদি কোনোদিন দেখা হয়,

তবে যেন, সেই আগের মত হাতে হাত মেলাতে পারি। 

এইটুকু ম্যাচুরিটি যেন আমাদের সম্পর্কে সারাটা জীবন থাকে। 

এটাই না হয় আজ এই প্রমিস ডে তে

প্রমিস না করা প্রমিস রইল। 

"Happy Promiss Day" 

Tag: Promise day bengali poem, Bangla premer kobita, commitment, betray, love poem, romantic Bangla kobita, maturity, Bengali poem, Bangla kobita, writing of Sourav, Sourav bhuniya

No comments