জীবনের সুন্দরতা এটাই, Jiboner Sundorota Etai, written by Sourav Bhuniya
জীবনের সুন্দরতা এটাই যে,
কখন কি হয়ে যায় তা আগে থেকেই জানা থাকে না।
কাল আমার জন্য কি অপেক্ষা করে আছে, তা আজ জানিনা বলেই তো,
আজকে টাকে উপভোগ করতে পারছি।
নইলে ---
কি আর আজ আর কালকের অনুভূতির কোনো পার্থক্য থাকত!!!
আজ একা বসে কাঁদছি, কাঁদছি সে আমার হৃদয় নিংরে নিয়ে চলে গেছে বলে।
যদি আজ জানতাম যে, কাল তার চেয়েও ভালো কেউ আসবে আমার জীবনে,
ভুলিয়ে দিয়ে সমস্ত পুরনো আঘাত, ভরিয়ে দেবে ভালোবাসায় ---
তবে কি আজকের অবসাদ, কান্না আর কালকের আনন্দ, শান্তির অনুভুতিটাকে বুঝতে পারতাম !!!
আজ যাকে সুস্থ ভালো মানুষ দেখছি,
কাল তাকে হঠাৎ করে হারিয়ে ফেলতে পারি।
আজ যার সাথে খুনসুটি করছি,
কাল তাকে অসহায়ের মত আইসিইউ তে পড়ে থাকতে দেখতে হতে পারে।
আজ যাকে ছাড়া জীবন অন্ধকার দেখছি,
কাল তাকে চির জীবনের মত হারিয়ে ফেলতে পারি।
কালকের সেই কথা যদি আজ জানতে পারি,
তবে কি তফাৎ রইল আজ আর কালের!!!
কিভাবে পাব জীবনের অভিজ্ঞতা, ম্যাচুরিটি??
কিভাবে লিখব আমাদের নিজেদের গল্প, যা আমাদের একান্তই নিজের।
তাই থাক না কাল, কালের গর্ভেই।
আমরা না হয় আজ - কে নিয়েই বাঁচি।
Tag: Life is beautiful, Jibon sundor, motivational bangla quotes, bangla philosophy, eto opurnotar majheo jibon sundor, life hack
Post a Comment