Header Ads

ভেবেছিলাম প্রেমের কবিতা লিখব, Vebechilam Premer Kobita Likhbo, bangla breakup story written by Sourav Bhuniya

 

bangla biroher kobita

ভেবেছিলাম প্রেমের কবিতা লিখব,

তাই ডায়েরি টা সামনে নিয়ে লিখতে ও বসেছিলাম। 

কিন্তু লেখা শেষে দেখি, সে তো প্রেম নয় বিরহের কবিতা। 

সত্যিই কি আমি সারাটা কাল বিরহের কবি হয়ে রব? 

আমারও তো ইচ্ছা ছিল, প্রেমের কবি হবার, নিজেকে প্রেম পূজারী বলে আখ্যায়িত করার। 

কিন্তু সবই কি তবে বৃথা!!!

যখনই প্রেমের কবিতা লিখতে যাই, 

তখনই ঠিক তোমার কথা পড়ে মনে। 

তোমার ঐ চাঁদ পানা মুখ, ওই কাজল কালো দুটি চোখ আর ওই কালনাগিনী সাপের মত তোমার কালো চুল। 

তবুও কেন জানিনা, 

লিখতে পারিনা - আমাদের ওই প্রথম দেখার কথা, আমাদের প্রথম কাছে আসা, প্রথম হাতে হাত রাখা, 

ওই প্রথম চুম্বনের কথা। 

সব কেমন যেন গুলিয়ে যায়। 

প্রেমের বদলে বিরহ এসে ধরা দেয় মনে, 

তোমার ঐ সমৃতিমধুর দিনের বদলে তোমার ঐ অবহেলা বড্ড বেশি পড়ে মনে। 

তোমার চলে যাওয়া, অন্যের বুকে মাথা রাখা, তোমার ঐ নরম গোলাপী ঠোঁটে অন্যের কালো পুরু ঠোঁটের স্পর্শ চোখের সামনে ভেসে ওঠে বারবার। 

তবুও কেন জানিনা, আজও তোমায় ঘৃনা করতে পারি না কখনো। 

শুধু এই বুকের গভীরে চাপা অভিমান ধরে রেখে - 

বিরহের কবিতা লিখে যাই। 

Tag: kobita, bangla kobita, bangla biroher kobita, bangla premer kobita, বিরহের কবিতা, প্রেমের কবিতা, এক্স কে নিয়ে লেখা কবিতা, ভালবাসার কবিতা, ব্রেকাপ স্টোরি 

No comments