Header Ads

আপনি আপনার জীবনের চলার পথে তিন ধরনের মানুষের দেখা পাবেন | You will find 3 types of person in your life journey

 


আমরা আমাদের জীবনের চলার পথে তিন ধরনের মানুষকে দেখতে পাই।

১) প্রথম ধরনের মানুষ : যারা তুমি কোনোদিন কোনো সমস্যায় পড়লে কিংবা কোনো কারণে জীবন যুদ্ধে ভেঙে পড়লে হাত তুলে দেয়। ওরা নিজেরা স্বীকার করে নেয় যে, ওদের দ্বারা এসব সামলানো যাবে না। আমি ওদের সততাকে সত্যিই সম্মান করি। ওরা অন্তত মিথ্যা অজুহাত কিংবা মিথ্যা পাশে থাকার নাটক করে না। 

২) দ্বিতীয় ধরনের মানুষ: যারা পাশে তো কোনোদিন থাকেনা কিন্তু দূর থেকে সান্ত্বনা দেবার নাম করে আমাদের সুযোগ নেয়। পিছনে আমাদের মজা ওড়ায়। কোনো কোনো সময় আমাদের কাটা ঘায়ে আঘাত দেবে। পিঠে হাত দেবার নাম করে শরীরের অন্য কোন অঙ্গে স্পর্শ করে মজা নিতে চাইবে, যাকে মলেস্ট করা বলে সাধারণত (এটা নারীদের ক্ষেত্রে বেশিরভাগ ঘটে)। এইসব মানুষদের থেকে সবসময় সাবধান থাকা উচিত। 

৩) তৃতীয় ধরনের মানুষ: যারা তোমার সুখের মুহূর্তে পাশে না থাকলেও দুঃখের মুহূর্ত গুলোতে, তোমার সমস্যায় তোমাকে সাহস যোগাবে, তোমার পাশে পাশে থাকবে। তোমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই মানুষ গুলোকে খুব ভাগ্য করলে পাওয়া যায়। তাই ওদের কখনও হাতছারা করো না।

No comments