গোপন ব্যাথা Bangla Premer Kobita Bangla Valobasar Status
সামনে আননি কেন?
মনের কথাটি মনেই রেখেছ,
মুখে আননি কেন?
হৃদয় ব্যাথাটি অন্তরে রেখেছো,
বাহারে আননি কেন?
ভালোবেসে তুমি ভিখারি হয়েছ,
তবুও বলোনি কেন?
মোর কালো দাগ নিজ গায়ে লাগিয়েছো,
তবুও আমায় কলঙ্কিনী হতে দাওনি কেন?
প্রিয়, তুমি যে মোরে ভালোবেসেছো,
তবুও কখনো ভালোবাসি ভালোবাসি বলোনি কেন?
Nice Post Smile Status
ReplyDelete