আজ একাকীত্বের ঘেরা বন্ধনে যখন একাকী একলা ঘরে নিঃসঙ্গ এক অচেনা পরিবেশে আমার দিন কাটছে, তখন হঠাৎ আমার জীবন খাতার পুরানো পাতাগুলো খুলে দেখতে খুব ইচ্ছা হল।নিজের ইচ্ছা কে সন্তুষ্টি দিতে খুললাম সেই ধুলা জমে থাকা, মরচে পড়া পুরানো পাতাগুলি।
পাতাগুলো খুলতে খুলতে চোখের সামনে ভেসে ওঠে পুরানো কিছু ভুল হিসেব, কিছু ব্যর্থতা, আর কিছু ভুল বোঝা-বুঝি; যা আজও এতকাল পরে ভুলতে চেয়েও ভুলতে পারিনি।
Post a Comment