Header Ads

ভালোবাসা এক মুক্ত পাখি

ভালোবাসা এক মুক্ত পাখি,
ছেড়ে দাও তারে খোলা আকাশ পরে,
রাখিও না আর বদ্ধ করে,
যদি চায় সে যেতে উড়ে।

ভালোবাসা যে এক মুক্ত পাখি,
রাখিও না তারে বদ্ধ করে;
যদি রাখ তারে –
তবে সে থাকিবেনা আর, তোমার জীবনের তরে।



ভালোবাসা এক মুক্ত পাখি,
তাকে থাকতে দাও তার নিজের মত করে,
ইচ্ছা মত উড়তে দাও তারে,
দাও নতুনের স্বাদ পেতে তারে।
ভালোবাসা তো এক মুক্ত পাখি,
তার কাছে কী বন্দিদশার প্রত্যাশা কভু করা যায় ?
চাওয়া পাওয়ার প্রতীখখায় না থেকে –
শুধুই তো দিয়ে যেতে হয় পবিত্র মনের মন্দিরের এই শরণার্থীকে।
ভালোবাসা মানেই তো শুধু ত্যাগ ;
যেখানেই দুঃখ-কষ্ট,
সেখানেই তো শুধু ভালোবাসার উৎপাত,
সেখানেই তো চোখের জলের বন্যা আর বুকের মধ্যে জমে থাকা চাপা মেঘ।
নিশর্ত এই ভালোবাসা,
ভালোবাসার প্রতিদানেই যে ভালোবাসা –
তার কি কোনো যুক্তি আছে ?
শুধুই দিয়ে যাও, চেওনা কোনো কিছু – কোনোদিনও !!!
জীবনে ভালোবাসা আসে যায় –
শুধু মনে দাগ কেটে যায়,
খনে খনে স্মৃতির রোমন্থনে,
একাকিত্বে ভরিয়ে দেয় জীবন গোপনে।



সে যেন এক সিগারেটের ধোঁয়া,
উড়ে যায় খোলা আকাশ পরে,
মিশে যায় আকাশে - বাতাসে –
শুধুই নীচে থিতিয়ে পরে চাপা কষ্টের মতো কালো ছাইয়ের গুঁড়ো।

2 comments: