Header Ads

ভালোবাসার পরিসীমা

ভালোবাসার না আছে বোয়োশ, না আছে সময়। একটি পাঁচ বছরের বালক অথবা বালিকার জীবনে যেমন হটাত করে ভালোবাসা আসতে পারে, তেমনই একজন তিরিশ কিংবা নব্বই বছরেরে বৃদ্ধ বা বৃদ্ধার জীবনেও ভালোবাসা উঁকি দিতে পারে। তেমনই একটি অসমবয়সী প্রেমও অসম্ভব নয়। যেমন একজন ষাট বছরের বিগত যৌবন কোনও পুরুষের সাথে পঁচিশ বছর বয়সী প্রস্ফুটিত ফূল সম ফুটন্ত যৌবনা কোনও এক রমণীর প্রেমও অসম্ভব কিছু নয়। আবার বত্রিশ বছর বয়সী প্রাপ্তবয়স্কা মহিলার সাথে বাইশ বছর বয়সী তরুণের প্রেম অসম্ভব কোনও কিছুই


নয়। প্রেম আসলে কোনও শারীরি আকর্ষণ নয় ; আসলে এটা দুটি ঊণ্মক্মত মনের মিলন, দুটি বিষম আত্মার সমানতার লড়াই, একে অপরের কাছে আসার প্রতিযোগিতা। এই প্রেম, ভালোবাসা, যাকে আমরা হিন্দিতে বলি "মহব্বত", "পিয়ার", ইংরেজিতে বলি "লাভ", সেটা কারোর জীবনে আসতে নির্দিষ্ট কোনো সময় নেয় না। আমার মনে যদি কারোর প্রতি আকর্ষণ জন্মায়, আর সেই আকর্ষণ থেকে ভালোবাসা জন্মাতে নির্দিষ্ট কোনও সময় লাগে না। ঐ ভালোবাসা এক সেকেন্ডেও জন্ম নিতে পারে, কিংবা এক দিনে, কিংবা এক মাস অথবা এক বছর পরেও জন্ম নিতে পারে। নিজের ইচ্ছায় একে জন্ম দেওয়া যায় না, এ আপনাআপনি জন্ম নেয় কিন্ত তবে চাইলে একে নিজের ইচ্ছায় মেরে ফেলা যায় কিংবা দমিয়ে রাখা যায়। তবুও সে মাঝে মাঝে জেগে ওঠে। মরেও সে বেঁচে থাকে - আমাদের হৃদয়ে, বুকের মাঝে, আমাদের স্মৃতিতে। তাইতো হঠাৎ কখনও সখনও বুকটা ব্যথায় চীণচীণীয়ে ওঠে আর চোখ বেয়ে গড়িয়ে নামে লবণাক্ত অশ্রু জলের সাগর।

আমার আরও কিছু সুন্দর লেখা পেতে চোখ রাখুন

No comments