Header Ads

কবিতা - ড্রাইভার ।। Bangla Kobita - 'Driver' by Sourav Bhuniya

ড্রাইভার
সময়টা খুব অল্প
একজন ড্রাইভার গাড়ি চালাতে চালাতে - 
ক্লান্ত হয়ে পড়ে, 
গাড়ি তাঁর হয়ে যায় পুরানো , 
হারিয়ে যায় ; ক্ষীণ হয়ে যায় 
গাড়ির ক্ষমতা । 
তবুও ড্রাইভারের সাধ জাগে - 
নতুন গাড়ি চালাতে , 
নতুন গাড়িকে কখনও সমতল , 
কিংবা কখনও পাহাড়ি রাস্তায় 
অথবা কখনও তাকে অন্ধকার গুহা-গহ্বরের 
মধ্যে প্রবেশ করাতে । 
তবুও ড্রাইভারের সাধ ফুরয় না , 
ক্লান্ত হয়ে পড়ে সে , 
ক্ষীণ হয়ে যায় তাঁর গাড়ি চালানোর ক্ষমতা । 
তবুও সে চায় চালাতে নতুন গাড়ি - 
নতুন কোন রাস্তায় । 


সারাটা জীবন ধরে গাড়ি চালিয়েও , 
বহু গাড়ি চালিয়েও 
তিনি কখনও একটিও গাড়িকে 
বুঝতে পারেন না । 
তিনি সারা জীবনে কখনও বুঝতে পারেন না 
একটি মেয়ে কখন আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের 
মত ফেটে ওঠে , 
আবার কখন জ্যোৎস্নার স্নিগ্ধ শীতলতায় 
নিজেকে স্নান করায় । 
গুহা-গহ্বরের অতল অন্ধকারে খেই 
হারিয়ে ফেলে - 
ড্রাইভারকে তাই বলে উঠতে হয় - 
একটি গাড়িকে বোঝা, অতটা সহজ নয় গো । 



No comments