অণু কবিতা - 'আমার হারানো পরী' ।। Bangla Onu Kobita - 'Amar Harano Pori'
অণু কবিতা -
আমার হারানো পরী
------ সৌরভ
হারিয়ে গেছে আমার পরী
অদূর সাগরের পারে ,
জানিনা সে আর কখনো
আসবে কিনা ফিরে ?
তার অপেক্ষায় বসে আছি ,
থাকব বসে আমি -
যতক্ষণ না তার সাথে
মিলাচ্ছে মোরে অন্তর্যামী ।
Post a Comment