Header Ads

কবিতা - 'আজও তোমায় ভালোবাসি' ।। Bangla Kobita - 'Ajo tomay valobasi'।।

আজও তোমায় ভালোবাসি 

                                                          -------------- সৌরভ 

জীবনে যখন দ্বিতীয়বার বলতে গেলাম 
                 'তোমায় ভালোবাসি' ।
তখন আমার কন্থে লাগে সঙ্কোচের ফাঁসি ।
প্রথমবারের বাধা যখন টানে পিছন পানে, 
তখন আমি এগিয়ে যাই মরীচিকার টানে । 
জলবিহীন মরুভুমি এই ভালোবাসা, 
ভালোবাসার পথটা শুধু কাঁটা দিয়ে বাঁধা । 
তুমি ওগো প্রথম আমায় , 
দিলে গোলাপ ফুলের তোরা । 
ভালোবাসার পথটা আমার 

করলে ফুলে ভরা । 
তোমার চোখে দেখি আমি 
ভালোবাসার জল । 
তোমার বুকের ধুকধুকুনি 
বুঝিয়ে দেয় , 
ভালোবাসা কত সরল । 
পবিত্র এই ভালোবাসা 
নেই তার মনে পাপ, 
আমরা সবাই দিচ্ছি তাকে 
গভীর বিষের স্বাদ । 
তোমার ঠোঁটের একটু চুমু 
করেছে আমায় ধন্য ;
তোমার দেহের প্রতিটি স্পর্শ 
করে তুলেছে আমায় বন্য । 
তোমায় পেয়ে সুখী ছিলাম , 
জীবন ছিল সুমধুর । 
হঠাৎ করে এক তুফানে -
আমরা হারিয়ে গেলাম সুদুর । 
আজও যখন মনে পড়ে 
সেই পুরানো দিনের কথা , 
চোখে আসে জল, আর বুকে হয় ব্যাথা । 
বড্ড আজ একা আমি - 
তোমায় ছাড়া যে , 
যেমন এক বিশাল জলরাশির সাগর, 
জল ছাড়া পড়ে রয়েছে । 
ফিরে পেতে চাই আবার তোমায় , 
আমার জীবনে ; 
জানি ঐ মুক্ত উতলা নদী - 
আর কখনও ফিরবে না এই শুষ্ক সাগরে । 
Image by analogicus from Pixabay

No comments