কবিতা - 'অমরত্ব' ।। Bengali Poetry - 'Amaratto'
অমরত্ব
----- সৌরভ
চেয়েছিলাম কবি হতে, হতে চেয়েছিলাম মানুষ ।
কিন্তু আমি আজও পারিনি কিছুই হতে,
রয়ে গেলাম আগেরই মতো।
ওরা আমায় দিল না হতে ; কারা ওরা ?
ওরা এই নিষ্ঠুর সমাজ, আর
তার ভিতরে গজিয়ে ওঠা ত্রুটিপূর্ণ শিক্ষাব্যাবাস্থা ।
অন্যদের মত ওরাও আমায়
গলা টিপে মাটির নীচে চাপা দিয়ে চলে গেছে ।
চাপা দিয়ে গেছে আমার প্রতিভা ,
আমার লেখা কবিতা আর বিবেক ও মনুষ্যত্বকে ।
তবুও আমি বেঁচে থাকব এই পৃথিবীর কোলে ,
স্বাধীন ভাবে, আমার নিজের অধিকার নিয়ে ।
আমি আবার জেগে উঠবো ;
আবার নতুন করে লিখব আমার কবিতা ,
ছাপাব পত্রিকায় , রাস্তায় রাস্তায় ঘুরে
প্রত্যেকটি মানুষের কাছে বিলি করব -
আজ না পড়লেও একদিন না একদিন
কেউ না কেউ তো একটিবারের জন্য পড়েই দেখবে !
তখন আমি না থাকলেও
অমর হয়ে থাকবে আমার কবিতা ,
আর এই বিদ্রোহের আগুন ।
Image by Katzenfee50 from Pixabay
Post a Comment