Header Ads

কবিতা - 'আঁতেল' ।। Bangla Kobita - 'Antel'

আমাদের মেস বাড়িতে আমার পাশের ঘরে একটা ছেলে থাকত । সে ছিল এঞ্চরপাকা। কথায় কথায় শুধু আন্তলামি করত। তাই তাকে নিয়ে লিখে ফেলেছিলাম একটা কবিতা।

আঁতেল 

            ----- সৌরভ 

একটি ছেলে, নাম তার আঁতেল ; 
সে চায় লোকে তাকে সবসময় মারুক তেল । 
একবার শুরু করলে কথা, 
চায়না তা করতে শেষ । 

সবাইকে সে টিপ্পনী কাটে , 
সবাইকে চায় বেশি জ্ঞান দিতে ; 
দেখতে গেলে তার ঘটে -
এখনো কাটা হয়নি কোন জ্ঞানের ফিতে । 
বিদ্যে বুদ্ধি তার বলব কি আর ? 
মহাভারত যে তা, শেষ হবে না আর । 
দেখতে শুনতে বলব কি যে ? 
বুনো মোষ ও তার হটবে পিছে । 
গর্জন তার হাঁড়ির মত , 
শুনলে যে ঘরের ছাদ 
আর থাকে না অক্ষত । 
বড্ড বেশি কথা বলে, 
কাজের নেই কিছু । 
কাজের সাথে নামটা তাই 
ঠিক মিলেছে এই বিচ্ছুর । 

                                                Image by Amber Clay from Pixabay

No comments