কবিতা - 'দানের ফল' ।। Kobita - 'Daner Fol'
দানের ফল
--- সৌরভ
তুমি কি আজকাল দানবীর রাজা বলি নাকি
মহাদানী কর্ণ হয়েছ রুপঙ্কর ?
যে আজকাল তুমি যে যা চাইছে তাকে তাই দান করছ ;
তুমি কি কখনও অতীতের ইতিহাস ঘেঁটে দেখেছ ?
কখনো কি তুমি তোমার সত্যচক্ষু দিয়ে দেখেছ ?
কখনো কি তুমি উপলব্ধি করেছ
অতীতের ইতিহাসের গুড়তত্ত অথবা তার ফলাফল ;
তুমি কি ভুলে গেছ মহাদানী দানবীর -
রাজা বলির কি দশা হয়েছিল ?
তাকে হতে হয়েছিল অহঙ্কারের বশীভূত ,
হতে হয়েছিল বামন অবতারের হাতে চরম অপদস্থ ।
তাকে ছাড়তে হয়েছিল অমৃতের ভাগ ,
সাথে সারা জীবন তাকে বয়ে বেড়াতে হয়েছিল
অসুরজাতির অপমানের বোঝা ।
আর অন্যদিকে মহাদানী দানবীর সূর্যপুত্র কর্ণ ,
তিনি তো মহান দানী ছিলেন ;
ইতিহাস তাকে তো তাঁর দান ও বীরত্বের জন্য
চিরকাল অমর ও অক্ষয় করে রেখেছে ।
যিনি প্রত্যহ প্রাতে গঙ্গা স্নান সেরে -
তাঁর সম্মুখে আসা প্রত্যেক ব্যক্তিকে -
তাদের ইচ্ছানুযায়ী স্বহস্তে প্রফুল্ল চিত্তে দান করতেন ,
কিন্তু তাঁর কি দশা হয়েছিল , কখনও ভেবে দেখেছ ?
পিতার সতর্ক বানী সত্ত্বেও ;
ব্রাহ্মন বেশে আসা ছলি পার্থ পিতা দেবরাজ ইন্দ্রের
হস্তে দান করেছিলেন নিজের জন্ম সুত্রে প্রাপ্ত
কবচকুণ্ডল যা তাকে অজেয়, অমর করে রেখেছিল ।
তবে তুমি এক সামান্য ব্যক্তি কি কারণে
দান করে চলেছ
নাম যশ খ্যাতির লোভে ? নাকি নিজের জীবনের
অন্ধকারতম দিনটিকে শীঘ্রই নিকটে আনার লক্ষ্যে ?
Image by Niek Verlaan from Pixabay
Post a Comment