Header Ads

কার কারণে আজ আমি উন্মাদ এক মাতাল ? ।। Kar karone aj ami unmad ek matal ?

কার কারণে আজ আমি উন্মাদ এক মাতাল ? 

উন্মাদ আজ আমি , 
আজ আমি মাতাল । 
মদের নেশায় ভুলতে বসেছি বাস্তব জ্ঞান , 
পথ হারিয়ে চলেছি এক - 
উন্মত্ত পথিকের মত । 
কিন্তু আজ আমার কেন এমন দশা ? 
কার কারণে আজ আমি উন্মাদ, 
হয়েছি আজ মাতাল ? 
কে সে ???

সে কি সেই অপরূপ সুন্দরী , 
মোর সেই স্বপ্নপরী ? 
যে একদিন আমার স্বপ্নে ছিল , 
আজও স্বপ্নে আছে । 
মাঝখানে রয়ে গেছে কয়েকটি - 
আনন্দের স্মৃতির সাথে, 
গভীর যন্ত্রণা । 
যে যন্ত্রণা ভুলতে আজ হয়েছি আমি 
সর্বস্ব হারা উন্মাদ - এক মাতাল । 
হাজারো মানুষের ভিড়ে খুঁজতে খুঁজতে 
যাকে আমি কখনও পেয়েছিলাম স্পষ্ট করে, 
সে আজও রয়ে গেল অস্পষ্ট - 
আমার কাছেতে । 

জানি সে আর কনদিন ফিরে আসবেনা, 
আসবে না বাস্তবে - 
আমার কাছে । 
রয়ে যাবে শুধু মোর মধ্য রাত্রির স্বপ্নে । 
জানি না কি অপরাধ ছিল আমার ? 
তবু আমি তাকে কোনদিনই দায়ী করব না 
আমার এই দশার কারণে । 

                                             Image by Michal Jarmoluk from Pixabay

No comments