Header Ads

নতুন বাংলা বছর নিয়ে কবিতা - 'এসেছে বৈশাখ' ।। Bengali Poem about New Bengali year - 'Eseche Boishakh'

কবিতা - এসেছে বৈশাখ 

                                        ------ সৌরভ 

এসেছে বৈশাখ ,
              এসেছে উত্তাপ ,
এসেছে একাকী জীবন ।


এসেছে বৈশাখ ,
             এসেছে ধু' ধু' মাঠ , 
এসেছে উষ্ণ বাতাস ।

এসেছে বাঙ্গালির প্রানের খাবার 
             ইলিশ ভাজার সাথে পান্তা ,
আর রসগোল্লার হাঁড়ি । 

এসেছে বৈশাখ ,
             গনেশ পুজো 
আর হালখাতার ছড়াছড়ি ।

এসেছে বৈশাখ ,
             এসেছে নতুন বছর ,
পুরানো বছর দিয়েছে পাড়ি । 

এসেছে বৈশাখ ,
             বইছে লু'
রাস্তায় সব ধুলার ছড়াছড়ি ।

এসেছে বৈশাখ ,
             এসেছে ফলের রাজা ,
হয়েছে বাঙ্গালির রসনার তৃপ্তি । 

এসেছে বৈশাখ ,
             এসেছে নতুন জীবন ,
এসেছে ভবিষ্যৎ । 

এসেছে বৈশাখ,
            এসেছে 'শঙ্খচিল',
বিভেদ ঘটেছে দুই বাংলার ।

এসেছে বৈশাখ,
             এসেছে '১৪২৬'
বিদায় দিলাম তোমায় '১৪২৫' । 
                                          Image by PublicDomainPictures from Pixabay

No comments