কবিতা - 'হয়তো তোমারি জন্য' ।। Bangla Kobita - Hoyto Tomari Jonyo
কবিতা - হয়তো তোমারি জন্য
----- সৌরভ
হয়তো তোমারি জন্য
আমি হয়েছি উন্মাদ ;
হয়তো বা হয়েছি মাতাল ।
হয়তো বা কখনও বকেছি প্রলাপ
পাগলের মত কোন এক রাস্তায় ।
হয়তো বা আমি হয়েছি ভিখারি
ভালোবাসা চেয়ে চেয়ে -
হয়তো বা কখনও হাতে ভিক্ষা পাত্র নিয়েছি
রাস্তায় বেরিয়ে ।
হয়তো বা কখনো ছুটেছি তোমার পিছে
কুকুরের মত চার পায়ে ,
হয়তো বা কখনও উড়িয়েছি চিঠি
বাতাসের হাতে দিয়ে ।
হয়তো বা কখনও
নিজের শরীর কে দিয়েছি কষ্ট
অসংখ্যবার -
শুধু - তোমায় ভুলতে চেয়ে ;
কিন্তু পারিনি ভুলতে তোমায় ,
বার-বার নিজ মনকে বুঝিয়ে ।
হয়তো বা আমি একদিন চলে যাব
বহু দূরে, বহু দূরে -
তোমায় ছেড়ে সারা জীবনের তরে ,
তবু নিয়ে যাব তোমার নামটি -
আমার হৃদয়ে ধরে ।
হয়তো বা যদি কোনদিন
তোমায়, আমায় মনে পড়ে ,
চেয়ে দেখ তুমি আকাশ পানে
দেখবে আমায় তারা হয়ে -
হাসছি শুধু তোমার দিকে চেয়ে ।
Post a Comment