মাকে নিয়ে একটি কবিতা - 'আমায় কি আজও মনে পড়ে, মা ?' (A Bengali Poem of Mother - Amay Ki Ajo Mone Pore, Maa?))
আমায় কি আজও মনে পড়ে, মা ?
--------- সৌরভ
আজ এতটা বছর পরে ,
কলকাতা শহরের এক' চিলেকোঠার ঘরে
বদ্ধ নিশুতি রাতে
বড্ড মনে পড়ছে তোমার কথা ,
মনে পড়ছে , তোমার কোলে
ঐ আমার মাথা রেখে ঘোমানো,
আমার চুলে তোমার হাতের
আনাগোনায় - ঘুমপাড়ানির গান ।
তোমার ঐ মুখের মিষ্টি হাসি -
আমার রাগ আর শত'
কটু কথার প্রত্যুত্তরে ।
দিনের শেষে কোচিং থেকে
বাড়ি ফিরতে দেরি হলে ,
তোমার তীব্র উৎকণ্ঠা
আর, কারণ জানতে চাইলে -
তোমার উত্তর ঃ
'তুইও সেইদিন বুঝবি ,
যেদিন তুই কারও বাবা হবি ।'
আজ খুব মিস করি,
তোমার ঐ মিষ্টি মুখের হাসি,
তোমার কথা, বকুনি ।
জানো তো মা,
তুমি শুনে খুব খুশি হবে,
তোমার ছেলে -
আজ, নিজের হাতে মাছ
থেকে কাঁটা বাছতে শিখে গেছে ।
আজ তার সারাদিনের
পরিশ্রমের শেষে,
যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে
তখন আর তার কাউকে
ঘুমপাড়ানোর জন্য দরকার
হয় না,
তার এম্নিতেই ঘুম চলে আসে ।
আচ্ছা মা,
একটা কথা জানতে ইচ্ছে করে -
আগে যখন,
তুমি আমার সাথে
ন্যাড়া ছাদে বসে
ঐ চাঁদ মামা কে দেখিয়ে
কত গল্প করতে,
এখন কি মা
তুমি গল্প কর ?
কার সঙ্গে কর ?
এখন কি মা তোমার
আমার কথা মনে পড়ে ?
আজ যখন অফিস থেকে
রাত-বিরেতে অনেক দেরি করে বাড়ি ফিরি,
তখন কি মা
তোমার মনে,
ঐ আগের মতো -
উৎকণ্ঠা বাসা বাঁধে ?
আগের মত বলতে ইচ্ছে করে ?
'তুইও সেইদিন আমার কষ্ট বুঝবি,
যেদিন তুই বাবা হবি ।'
Post a Comment