একটি না পাওয়া প্রেম কে নিয়ে কবিতা - তুমি আসবে বলে ।। Ekti na paoya prem ke niye kobita - Tumi asbe bole
তুমি আসবে বলে,
আমি বেঁধেছিলাম ঘর ।
তুমি আসবে বলে ,
মনের ভেতরে রাখা পুরানো স্মৃতি গুলো বাইরে
বের করে এনেছিলাম আমি।
তুমি আসবে বলে,
নতুন সাজে সাজতে বলেছিলাম প্রকৃতিকে।
তুমি আসবে বলে,
পাখিকে বলেছিলাম তার নীড়ে ফিরে যেতে ।
তুমি আসবে বলে,
সন্ধ্যাকে বলেছিলাম দ্রুত নেমে আসতে ;
তুমি আসবে বলে,
চাঁদ কে বলেছিলাম পৃথিবীতে জ্যোৎস্না ছড়িয়ে দিতে ।
তুমি আসবে বলে ই
সূর্যকে বলেছিলাম দূরে সরে যেতে ,
তুমি আসবে বলে,
লিখতে শুরু করেছিলাম কবিতা ,
তুমি আসবে বলেই,
তানপুরাটা আবার বের করে এনে ছিলাম ।
তুমি আসবে বলে
নিজেকে সাজিয়েছিলাম নতুন করে ।
কিন্তু তুমি কোথায় ?
তুমি তো এলে না ,
আমি যে বসেছিলাম পথ চেয়ে ,
-- তুমি আসবে বলে।
আমি বেঁধেছিলাম ঘর ।
তুমি আসবে বলে ,
মনের ভেতরে রাখা পুরানো স্মৃতি গুলো বাইরে
বের করে এনেছিলাম আমি।
তুমি আসবে বলে,
নতুন সাজে সাজতে বলেছিলাম প্রকৃতিকে।
তুমি আসবে বলে,
পাখিকে বলেছিলাম তার নীড়ে ফিরে যেতে ।
তুমি আসবে বলে,
সন্ধ্যাকে বলেছিলাম দ্রুত নেমে আসতে ;
তুমি আসবে বলে,
চাঁদ কে বলেছিলাম পৃথিবীতে জ্যোৎস্না ছড়িয়ে দিতে ।
তুমি আসবে বলে ই
সূর্যকে বলেছিলাম দূরে সরে যেতে ,
তুমি আসবে বলে,
লিখতে শুরু করেছিলাম কবিতা ,
তুমি আসবে বলেই,
তানপুরাটা আবার বের করে এনে ছিলাম ।
তুমি আসবে বলে
নিজেকে সাজিয়েছিলাম নতুন করে ।
কিন্তু তুমি কোথায় ?
তুমি তো এলে না ,
আমি যে বসেছিলাম পথ চেয়ে ,
-- তুমি আসবে বলে।
Post a Comment