একটি প্রেমের কবিতা - আমি তোমাকে চাই ।। Ekti Premer Kobita - Ami Tomake Chai
তৃষ্ণার্ত চাতক পাখির মতো ,
সারাটা জীবন ধরে শুধু বলে চলেছি -
'আমি তোমাকে চাই।'
জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে
'আমি তোমাকে চাই।'
সকালের ব্রেকফাস্টের টেবিলে,
'আমি তোমাকে চাই।'
কলেজের ক্লাসের মাঝে,
'আমি তোমাকে চাই।'
কলেজের ক্যান্টিনে -
'আমি তোমাকে চাই।'
অফিসের ফাইলের মধ্যে
'আমি তোমাকে চাই।'
বিকালের ঠাণ্ডা আবহাওয়ায়,
নদীর ধারে বেড়াতে বেড়াতে -
'আমি তোমাকে চাই।'
রাত্রের বিছানায়
'আমি তোমাকে চাই।'
আমার ঘুমের স্বপ্ন পরী রূপে
'আমি তোমাকে চাই।'
স্টেশনে ভিড়ের মাঝখানে , প্রতিটি জনবহুল স্থানে
'আমি তোমাকে চাই।'
আমার দুঃখে-সুখে, কান্না-হাসির মাঝে -
'আমি তোমাকে চাই।'
না পাওয়ার বেদনাতেও,
সারাটা জীবন ধরে,
শুধু বলতে থাকব -
'আমি তোমাকে চাই।'
Post a Comment