Header Ads

বাবাকে নিয়ে কবিতা একলা পাখি Babake niye Kobita Ekla Pakhi A Bengali Poem about Father Ekla Pakhi

একলা পাখি 



একলা একটি পাখি - 

ঐ গাছের ডালে পাতাদের আড়ালে 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বসে চোখের জল ফেলছে।
হয়তো ও কোন বাবা পাখি হবে। 
সন্তানের দুর্দিনে, সন্তানের কষ্টে 
যার বুক ফেটে গেছে, 
তবুও সংসারে কারোর সামনে 
একবারও চোখের জল ফেলেনি, 
কারণ সে জানে, 
সে যদি নিজে দুর্বল হয়ে যায়, 
তবে তার সংসারকে কে সামলাবে ? 
তাই হয়তো সে ঐ 
গাছের আড়ালে - 
চোখের জল ফেলছে, 
জাতে কেউ দেখতে না পারে - 
তার ঐ কথিন 
নারকোলের খলার ভিতরে 
নরম তালশাঁসের হৃদয়। 

1 comment: