Header Ads

প্রেমের কবিতা উপহার Bangla Premer Kobita Upohar Bengali love poem Upohar

উপহার

উপহার

প্রিয়ে, 
     কি দেব উপহার তোমায় ? 
     সবই তো নিয়েছ তুমি 
     আমার এ হৃদয়, দেহ - 
     সবই তো তোমার পাওয়া। 
     তবে ! আর কি দেব ? 
উপহার

     হীরে - জহরত ! সে তো আমার সাধ্য নেই, 
     শুধু আছে কবিতার খাতা, 
     আর একটু গভীর ভালোবাসা। 
উপহার

     কবিতার ছত্রে-ছত্রে তো 
     তোমার- ই রচনা; 
     তোমারই কলম, তোমারই কালি, 
     তোমারই কথা; 
     আমি তো শুধু - 
     খালি সাদা পাতা । 
উপহার

     আর, ভালোবাসা ? 
     তার তো রন্ধ্রে - রন্ধ্রে 
     শুধু তোমারই নাম লেখা। 
উপহার

Tag: প্রেমের কবিতা, উপহার, Bangla Premer Kobita, Upohar, Bengali love poem Upohar, Gift, A Bengali Poem on Gift

3 comments:

  1. Darun fantastic
    ..
    .আমার অনুভূতি গুলো আমায় আজও প্রশ্ন করে।।
    কেন অঝোর ধারা অকাল বেলায় আকাশ থেকে ঝরে।।
    বৃষ্টির আর দোষ কি বলো মেঘ করেছে আজ।।
    প্রথম প্রেমের কলি তুমি আছে নববধূর সাজ।।
    চিরন্তন ভালোলাগা থেকেই তো গভীর প্রেম পাওয়া।।
    তোমার শরীর শিহরিত আজ হোক আবেশের ছোঁয়া।।

    ReplyDelete
  2. প্রেমের কবিতা গুলির সঙ্গে জন্য অনুভূতি জড়িয়ে রয়েছে। আপনি চাইলে হিন্দু ছেলে শিশুদের নামের তালিকা অর্থসহ এই পোস্টটি পড়তে পারেন।

    ReplyDelete