গাছ কে নিয়ে কবিতা গাছও হয়তো পথিক Gachke niye Kobita Gacho hoyto pothik A Bengali Poem about tree
গাছও হয়তো পথিক
গাছ ও হয়তো পথিক
যে চলেছে কোন এক অজানা পথে
দূর হতে দুরান্তরে
ভুমি হতে আকাশের তরে।
গাছ ও হয়তো পথিক
ছোট্ট এক মানব শিশুর মতো
বসুন্ধরার উদর চিড়ে বেরিয়ে আসে
এক অজানা পরিবেশে
কোন এক নতুন পথের সন্ধানে।
গাছ ও হয়তো পথিক
যে মায়ের মত স্নেহ - ভালোবাসায়
আশ্রয় দেয় কত জীবকে,
আরাম দেয় পথচলতি কোন এক
ক্লান্ত পথিককে, আপন ছায়ার কোলে।
গাছ ও হয়তো পথিক
যে শত কষ্ট সয়ে,
একের পর এক বাধা পেরিয়ে,
ঋতু হতে ঋতান্তরে
আকাশের হাসি - কান্না সয়ে
স্থির হয়ে এগিয়ে চলে
কোন এক অজানা গন্ত্যবের পথে।
গাছ ও হয়তো পথিক
যে নিজেকে নিঃস্ব - রিক্ত করে
সব কিছু বিলিয়ে দেয়,
তার উপকারের কথা কেউ মনে রাখবে না
--- এটা জেনেও।
Post a Comment