Header Ads

কবিতা বাবা, মা ও আমি Kobita Baba, Ma o Ami Bengali Poem Baba Ma o Ami

বাবা, মা ও আমি 





সেদিন বাবার সাথে 
সাইকেলে চেপে 
বেড়াতে গেছিলাম, 
হঠাৎ মাঝ রাস্তায় 
বাবা সাইকেল থামালেন। 
সামনে দেখি, দাঁড়িয়ে আছেন 
এক মায়ের বয়সী মহিলা। 
তিনি বাবাকে প্রশ্ন করলেন 
'এটি তোমার ছেলে?'
বাবা জবাব দিলেন 'হ্যাঁ'।
উনি বললেন,
      'ঠিক যেন তোমার ছবি।'
'আমরা একসাথে হলে
           ঠিক এমনি একটি ছেলে হত।'
আমি অবাক হয়ে চেয়ে রইলাম, 
আর, বাবা পুনরায় - 
সাইকেল চালিয়ে, 
আমায় বাড়ি নিয়ে এলেন। 



সেদিন মায়ের সাথে - 
আমি মামার বাড়ি যাচ্ছিলাম। 
হঠাৎ ঐ লোকটির সাথে - 
দেখা হল। 
ঐ লোকটি, যার সাথে - 
মায়ের বিয়ে ঠিক হয়েছিল, 
কিন্তু কেন জানিনা, বিয়ে ভেঙ্গে গেল। 
উনি আমায় দেখে মুচকি হাসলেন, 
কি ভেবে কি জানি ? 

আজ এত বছর পেরিয়ে গেল, 
ওদের দু'জনকে আর দেখতেই পাই না, 
কোথায় হারিয়ে গেল ওরা ? 
ওরা কি নতুন করে সংসার পেতেছে ? 
ওদের ও কি আমার মত - 
একটি ছেলে কিংবা মেয়ে রয়েছে ? 
বড় জানতে ইচ্ছে করে ! 

Tag: কবিতা বাবা, মা  ও আমি Kobita Baba, Ma o Ami Bengali Poem Baba Ma o Ami, make niye kobita, babake niye kobita, ma babake niye kobita

No comments