Header Ads

বসন্তের কবিতা শহরের বসন্ত Bosonter Kobita Shohorer Bosonto

শহরের বসন্ত 


বসন্ত তবে এসেই গেল, বুঝলে ভায়া ! 
কি হল ! কি ভাবছ ? 
আমার এই ব্যস্ত ভিড়ের শহরে 
বসন্তকে পেলাম কোথায় ? 
এই জনঅরন্যে যানবাহনের আর্তনাদে 
কোকিলের মিষ্টি কুহু স্বর বাজল কোথায় ? 
আরে পাগল নাকি ? 
এই কলাহল - কলকারখানার শহরে 


কোথায় পাব 
কোকিল আর গ্রাম্য বসন্তকে ? 
এ তো শহরের বসন্ত । 
এ তো বসন্ত জনঅরন্যের কপোত - কপোতীর ; 
যার আগমনীর ছোঁয়ায় - 
ভিড় উপচে পড়ে ভিক্টোরিয়া, ময়দান আর পার্কে । 



এ তো বসন্তের উল্লাস - 
কলেজে - কলেজে, 
লাল রঙের আবিরে মাখামাখি - 
যৌনতার হুড়োহুড়ি। 
এ তো প্রেমিকযুগলের - 
ভ্যালেন্টাইন সপ্তাহ পালন; 
নিষিদ্ধ প্রেমের শুরু, আর - 
সবশেষে , 
প্রস্ফুটিত ফুলের সাজানো পাপড়ির 
বিশৃঙ্খল আকার ধারণ। 

2 comments: