Header Ads

কবিতা পরকীয়া প্রেম Kobita Porokiya Prem Bengali Poem Porokiya Prem

পরকীয়া প্রেম 


পরকীয়া !
সে তো কালও ছিল, আজও আছে, 
ভবিষ্যতেও থাকবে। 
কানার বাঁশুরির সুরে 
সংসার ছেড়ে 
ছুটে চলে রাই যমুনা পানে । 
সে কি নিষিদ্ধ প্রেম নয় ? 
নিষিদ্ধ প্রেমে মত্ত এ সংসার 
বারবার দেখিয়েছে তার রুপ, 
ভেঙ্গেছে কিছু - 
স্বার্থান্বেষী সমাজের অহঙ্কার। 
কিছু হারিয়ে যাওয়া প্রেমকে 
নতুন করে পাওয়ার তাগিদে, 
কিংবা, শরীরের অতৃপ্ত খিদা মেটাতেই তো 
এ পরকীয়া প্রেমের জন্ম। 
সংসারে নানান অশান্তি-ঝামেলার মাঝে 
'সেফটি ভাল্ভের' মতো 
পরকীয়াই তো এসে দেখা দেয় ; 
যেমন, একটি সাজানো ঘরের - 
খোলা বারান্দার দরকার হয়। 
কিন্তু সত্যি কি পরকীয়া প্রেম 
জীবনের সমস্ত সমস্যা মেটায় ? 
পরকীয়া প্রেমের কারণে 
যখন ঘরের সাজানো সংসার 
ভাঙ্গা কাঁচের টুকরোর মত 
চারদিকে ছড়িয়ে পড়ে; 
তখন, কি তাকে জোড়া লাগানো যায় ? 
কিংবা, যখন সদ্য ফোটা 
ভ্রূণের কুঁড়ি ডাস্টবিনের 
নোংরা - আবর্জনার মাঝে, 
অকালে প্রাণ হারায়, 
তখন পরকীয়া প্রেমের যৌক্তিকতা কোথায় যায় ? 

No comments