Header Ads

কবিতা গাছের আত্মকথা Kobita Gacher Atmokotha Bengali Poem Auto Biography of a Tree

গাছের আত্মকথা 

 গাছের আত্মকথা

দিন রাত্রির আবর্তনে , 
আকাশের হাসি-কান্না নিয়ে
পৃথিবীর বয়সের সাথে সাথে
বেড়ে উঠি 
তার তাপ শুষে নিতে নিতে, 
আর ঠাণ্ডা জলের পরশে 
নিজ শাখা-প্রশাখা বিস্তৃত করে। 
 গাছের আত্মকথা

আমিও বিষ পিঁপড়ের কামড়ে 
কিংবা কাঠঠোকরার ঠোক্করে 
টের পাই 
শরীরের জ্বালা
 গাছের আত্মকথা

সর্বত্যাগী শীতের গ্রাসে 
ঝরিয়ে ফেলি 
আমার পুরানো পাতা 
ঠিক পুরানো স্মৃতির মত। 
 গাছের আত্মকথা

বসন্তের আগমনে, 
আবার নতুন করে সংসার গড়ি - 
অনেক অ-নেক পাখির বাসা 
সাথে কোলাহলে 
মানুষের পূর্ব পুরুষের। 
 গাছের আত্মকথা

তাপ নিয়ে উত্তাপ পাঠানো 
প্রাণ নিয়ে প্রানের বিনিময় 
রিমঝিম সেতারের ঝংকারে 
টুপটাপ বৃষ্টি ভেজা জলে 
আমি অবগাহন করি 
আমার ওই জ্বালা ধরা 
ক্ষত - বিক্ষত, তৃষ্ণার্ত শরীর নিয়ে। 
 গাছের আত্মকথা

Tag: কবিতা, গাছের আত্মকথা, Kobita, Gacher Atmokotha,  Bengali Poem,  Auto Biography of a Tree, Tree, Gachke niye Kobita, Prokritir Kobita

No comments