Header Ads

কবিতা গাছ Bangla Kobita Gach Bengali Poem of Tree

গাছ 

 গাছ

দিন আর রাত পেরিয়ে, 
ঋতু হতে ঋতান্তরে 
ঝড়- বর্ষা পাশ কাটিয়ে 
বসুন্ধরার উদর চিড়ে 
বেড়ে ওঠ তুমি 
আপন শিকড় আরও গভীরে ছেড়ে। 
  গাছ


তারপর আপন গতিতে 
এগিয়ে যাওয়া, 
আর হঠাৎ কখনও কোন 
লোভী শিকারির 
লোভের গ্রাসে শিকার হওয়া। 
  গাছ

শত কষ্টের মাঝেও 
ছোট্ট টুনটুনির বাসা আর 
কোকিলের কুহুতানে 
মাঝ সমুদ্র হতে প্রাণ ভোমরা নিয়ে 
রাজপুত্র রক্ষা করে 
ঐ রাজকন্যাকে 
নিষ্ঠুর রাক্ষসের গ্রাস হতে। 
  গাছ

তারপর ! সে তো 
আবার ঋতু পরিবর্তন 
হয়তো নতুন কোন কাহিনীর আগমন 
কিংবা পুনরায় পুরানোতে আবর্তন। 
  গাছ

Tag: Gach, Gachke niye kobita, Kobita, Bangla Kobita, Tree, Prokritir Kobita, গাছ, গাছের কবিতা, গাছকে নিয়ে কবিতা, প্রকৃতির কবিতা। 

No comments