কবিতা - আমার বলার মতো কথা নাই । Bangla Kobita - Amar Bolar Moto Kotha Nai
আমার বলার মতো কথা নাই
আমার বলার মতো কথা নাই -- কি বলি তোমাকে,
আমি ভবঘুরে লোক, সুসভ্য - সংসারীদের কথা-বার্তা,
কিছুই বুঝি না।
চাঁদ উঠলে চান করি -- জ্যোৎস্নার স্নিগ্ধতায়, সরল প্রকৃতি
পথে - পথে ঘুরে, চেষ্টা করি নতুন কিছুকে জানতে ---
সমাজ বলে আমায় সুসভ্য হতে, বলে সংসারী হতে, আমি বসে
কবিতা লিখি।
কখনও কান পেতে রই, বাতাসে ভেসে আসা গানের খোঁজে
রবীন্দ্র - লালনের গান শুনব বলে।
আমার কি দশা হবে ? কও তোমরা; কি করে --
প্রদীপের আলো জ্বালব ? অন্ধকার, আমার এই দিশাহীন
ভবিষ্যতে ?
Post a Comment