প্রাপ্তবয়স্ক কবিতা - লিঙ্গ । An Adult Bengali Poem on Penis
কবিতা - লিঙ্গ
অতুলনীয় শক্তি তার,
অতুলনীয় ক্ষমতা।
সমাজের বুকে তার -
অত্যধিক মর্যাদা।
তার তরে নারীগণ
সদা সন্ত্রস্ত থাকে,
তার তরে কখনও কখনও
নারীদের জীবন নষ্ট হতে বসে।
অপূর্ব সাহস তার,
অপূর্ব শক্তি।
কোটি কোটি জনসংখ্যাকে
সে সঞ্চিত করে রাখে।
প্রাচীনকালে তার প্রতীক রূপে
লোকে করত সাপের পুজা।
বর্তমানে সে হয়েছে
সাপের চেয়েও বিষাক্ত।
তার তরে বহু নারী --
করে শিবের পূজা;
তার আকৃতি দেখার তরে
বহু নারী ছটফটিয়ে থাকে,
সম্পদশালীর ভাগ্য তাতে
সুপ্রসন্ন থাকে।
পুরুষের জীবন সেটি,
পুরুষত্বের একমাত্র চিহ্ন
নারী পুরুষ নির্বিশেষে সবাই জানে,
সেটি হল পুরুষের লিঙ্গ।
(কাউকে আঘাত করার উদ্দেশ্যে এই কবিতা নয়, শুধুমাত্র মজা র জন্যই এই কবিতা লেখা হয়েছে। )
Tag: Bengali Poem, Bengali Adult Poem, Adult Poem, Bengali Poem on Penis, Poem on Penis,
বাংলা প্রাপ্তবয়স্ক কবিতা, বাংলা কবিতা, লিঙ্গ,
Post a Comment