Header Ads

একটি প্রেমের কবিতা - মহাসংযোগ। Ekti premer Kobita - Mahasonjog. A poem of love

একটি প্রেমের কবিতা

মহাসংযোগ 

নিস্তব্ধ নির্জনতা ছেড়ে, 
পা বাড়ালাম কাঁটা ভরা অচেনা পথের দিকে। 
উন্মত্ত ঝোরো হাওয়ায়, উত্তাল নদীতে 
বইতে দিলাম মোর অশান্ত মনরুপী নৌকাকে। 
কারণ আমি যে ভেসে যেতে চাই - 
তোমার ঐ দুই চোখের অসীম সমুদ্র গহ্বরে; 
তোমার ঐ হিমশীতল নিশ্বাসে মিলাতে চাই 
আমার উষ্ণ প্রশ্বাস। 
ওগো, আমি তোমার অধর রসে
চাই করিতে পান স্বর্গের অমৃত।
তোমারও তনু সাথে আমার তনু মিলায়ে
হতে চাই একাকার। 
ওগো ভিনদেশী, 
দুই তনু, দুই আত্মা, দু'মন মিলায়ে 
করি মোরা এক মহাসংযোগ; 
যেথা কেউ না পায় কোন ভেদ, 
চলো সৃষ্টি করি এক নতুন পৃথিবীর। 
একটি প্রেমের কবিতা

Tag: Ekti Premer Kobita, Love, Status, Adult Kobita, Valobasar Kobita, Bangla Kobita, একটি প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা, ভালোবাসা, প্রেম, স্ট্যাটাস 

No comments