নারীদিবসের জন্য বাংলা কবিতা 'নারী'। Bangla Kabita on Womens Day
নারীদিবসের জন্য বাংলা কবিতা 'নারী'
সংসারে তুমি একাই বিদ্রোহী,
সংসারের রাশ একাই রেখেছ,
একাই তুলেছ ভর।
সত্য হতে কলি তুমি
রয়েছ শুধু কাঁটা পথ সঙ্গিনী।
বারে বারে পরীক্ষার বিজয়রথে,
চরেছ তুমি ---
বারে বারে প্রমান করেছ নিজের অস্ত্বিত্ব।
তুমি অন্তরজামিনী,
সংসারের সুখদুঃখ রয়না তোমার অগোচরে!
বিসরজে নিজ সুখ,
তুমি কখনও প্রিয়া, কখনও ভগিনী,
কখনও বাঁ মাতা ;
অস্তিত্বের ঘেরা সংকটে কখনও বা
চেনাগণ্ডি থেকে বেরিয়ে তুমি হয়েছ অস্তিত্বদাত্রি।
তবুও তুমি অবহেলিত, দমিত, পীড়িত,
সমাজের কাছে তুমি নিকৃষ্ট।
কারণ তোমার কেবল একটাই পরিচয়
------ তুমি নারী।
Post a Comment