Header Ads

নারীদিবসের জন্য বাংলা কবিতা 'নারী'। Bangla Kabita on Womens Day

নারী দিবসের জন্য বাংলা কবিতা

নারীদিবসের জন্য বাংলা কবিতা 'নারী'

সংসারে তুমি একাই বিদ্রোহী, 
Nari diboser jonyo bangla kobitaএকাই তুলেছ ঝড়। 
সংসারের রাশ একাই রেখেছ, 
একাই তুলেছ ভর। 
সত্য হতে কলি তুমি 
রয়েছ শুধু কাঁটা পথ সঙ্গিনী। 
বারে বারে পরীক্ষার বিজয়রথে, 
চরেছ তুমি --- 
বারে বারে প্রমান করেছ নিজের অস্ত্বিত্ব। 
তুমি অন্তরজামিনী, 
সংসারের সুখদুঃখ রয়না তোমার অগোচরে! 
বিসরজে নিজ সুখ, 
Nari diboser jonyo bangla kobitaতুমি রেখেছ সবাইকে আপন করে। 
তুমি কখনও প্রিয়া, কখনও ভগিনী, 
কখনও বাঁ মাতা ; 
অস্তিত্বের ঘেরা সংকটে কখনও বা
চেনাগণ্ডি থেকে বেরিয়ে তুমি হয়েছ অস্তিত্বদাত্রি। 
তবুও তুমি অবহেলিত, দমিত, পীড়িত, 
সমাজের কাছে তুমি নিকৃষ্ট। 
কারণ তোমার কেবল একটাই পরিচয় 
------ তুমি নারী। 

Tag: নারীদিবসের জন্য বাংলা কবিতা, নারী, Bangla Kabita on Womens Day, নারিদিবস, বাংলা কবিতা, উওমেন্স ডে, Bangla Kabita, Womens Day, Women, Nari, Ladis, Womens day quotes, Narike niye kabita, meyeder kobita, meyeder jonyo kobita, মেয়েদেরকে নিয়ে কবিতা, মেয়েদের জন্য কবিতা

নারী দিবসের জন্য বাংলা কবিতা

No comments