Header Ads

বাংলা কবিতা স্বপ্ন রানী। Bangla Kobita of Dream Queen

বাংলা কবিতা স্বপ্ন রানী


বাংলা কবিতা - স্বপ্ন রানী 

স্বপ্ন দেশের রানী তুমি, 
তাইতো তোমায় খুঁজি স্বপ্নে আমি, 
স্বপ্নে যখন গভীর হতে গভীরতর
অনেক প্রতিকুলতা পেরিয়ে, 
যখন পৌছালাম এক অজানা, 
অসম্ভবের রাজপ্রাসাদে; 
বাইরে দাঁড়িয়ে যেন এক পরীরাজ্যের
দ্বাররক্ষী স্বাগত জানাল আমায়। 
তারপর ভেতরে প্রবেশি 
অবাক হয়ে দেখি অসংখ্য প্রজাপতির 
মতো সুন্দরী রমণী। 
তবে কী এ সত্যি পরীর রাজ্য? 
কিন্তু সব কিছুর মাঝে এ রিক্ত সিক্ত 
চোখ দুটি শুধু তোমায় খোঁজে। 
তোমারি অনুসন্ধানে আরও অন্দরে 
প্রবেশী একের পর এক সারি সারি 
ঘর, রত্ন - মাণিক্য সবই আছে, 
শুধু নেই তুমি। 
খুঁজতে খুঁজতে হঠাৎ একটা বদ্ধ দ্বারের 
সম্মুখে এসে পা দুটি কেমন যেন 
আড়ষ্ট হয়ে এল, 
বুকের ভেতরের হৃদপিণ্ডটি যেন 
কিছু বলতে চাইছিল। 
মনের সাগরের ঢেউগুলি উন্মত্তের 
মতো গর্জে উঠছিল। 
অবশেষে সব প্রতীক্ষার প্রান্তে এসে 
বদ্ধ দ্বারটি উন্মুক্ত হওয়ার সাথে সাথে 
বিস্ময় চোখ দুটি দিয়ে দেখি 
এক অসামান্য রূপসী নারী, 
যার দুটি কোমল হরিণী নয়ন, 
উন্নত নাসিকা, 
গোলাপের মত লাল দুটি ওষ্ঠ, 
উন্নত সূঢোল বকুল পুষ্প সম বক্ষ, 
গভীর পদ্ম নাভি, 
যেন ইন্দ্রলোক হতে নেমে আসা 
অপ্সরা রম্ভা, 
আমার প্রিয়তমা, তুমি 
যার খোঁজে এসেছি এতটা পথ পেরিয়ে। 
সেই তুমি, আমার প্রিয়তমা, 
স্বপ্নে যে দেবী, অপ্সরা, আমার রাণী 
কিন্তু স্বপ্ন ভাঙলে যে শূন্য। 

Tag: বাংলা কবিতা, স্বপ্ন রানী, বাংলা, কবিতা, স্বপ্ন, রানী, ড্রিম, কুইন, Bangla Kobita of Dream Queen, Bangla Kabita, Dream queen, Dream, Queen, Bangla Kabita premer, Bangla Kabita for love, Premer kabita, Adult Kabita, Bangla Kabita for adult

বাংলা কবিতা স্বপ্ন রানী

No comments