Header Ads

প্রাক্তন । সৌরভের ব্যর্থ প্রেমের কবিতা। Ex Lover| Sad Love poem by Sourav Bhuniya

 
Prakton ke niye kobita, ex lover

প্রাক্তন 

তাহলে শেষে প্রাক্তনের তকমাটা গায়ে লাগিয়েই ছাড়লে প্রিয় , 
তুমি যেন খুব অতিরিক্ত ভাবেই প্রাক্তন হতে চাইছ , 
আর শুধু শুধু প্রাক্তন বানাচ্ছ আমাকে। 
কিন্তু কি দরকার ছিল এত তাড়াতাড়ি প্রাক্তন হবার? 
সবে তো আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল, মাত্র আঠ মাসের। 
এই আঠ মাসের মধ্যে আমরা কত ঝড়ঝাপটা দেখেছি। 
এই তো সেদিন, আমি পার্কে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম,  
তুমি রেখেছিলে আমার কাঁধে মাথা, সারাটা বাসে।  
কত সুখদুঃখের কথা আমরা বলেছিলাম, 
করেছিলাম কত ভবিষ্যৎ পরিকল্পনা। 
সেগুলো কি সবই তবে মিথ্যা ছিল, নিছক ছেলেখেলা? 
তোমার পরিবারের অনেকে পছন্দ করত না আমায়, 
বিশেষ করে তোমার বাবা আর জেঠিমা। 
কিন্তু শেষে তারাও তো আমাদের সম্পর্কটা কে মেনে নিয়েছিল। তবে? 
আমি জানি, আমি পারফেক্ট প্রেমিক নই, 
কেউ পারফেক্ট হয় না। 
কিন্তু আমি চেষ্টা তো করেছিলাম, তোমার মনের মত হতে। 
হ্যাঁ মানছি, আমি তোমার প্রতি একটু বেশীই রক্ষণশীল ছিলাম। 
কিন্তু এটা কি স্বাভাবিক নয়? 
আমি কি করে তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারি?  
তুমি যখন কোচিং এ অন্য কোন ছেলের সাথে কথা বলতে, 
ক্যান্টিনে পাশাপাশি বসে হাসি ঠাট্টা করতে
কিংবা ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা চ্যাটে ব্যস্ত থাকতে, 
আমি খুবই জিলাস বোধ করতাম। 
তাইতো তোমার সাথে এত ঝগড়া হত। 
আসলে আমি তোমাকে হারাতে ভয়্ পেতাম। 
তুমি কি এসব কোনোকিছুই বুঝনি? 
তুমি শুধু আমার অধিকার বোধ টাই দেখেছ, 
ভালোবাসা টা কি দেখনি? 
আমি উপন্যাসে অনেক পরেছি --- ব্যর্থ প্রেম, সফল প্রেম। 
কিন্তু কখন ও হৃদয় দিয়ে অনুভব করিনি। 
আজ তুমি চলে যাবার পরে, 
এই ব্যর্থ প্রেমের হাহাকারটা বড্ড বেশী বুকে বাজছে। 
মনে হচ্ছে, 
আমি তো আছি, কিন্তু আমার আত্মা টা যেন কোথাও হারিয়ে গেছে। 
আচ্ছা, তোমার কি কোনো কষ্ট হয়নি , আমায় ছেড়ে যেতে? 
তোমার কষ্ট হয়নি, 
যখন তুমি আমায় স্পষ্ট করে বললে, 
যে, তুমি আর এই সম্পর্কে থাকতে চাও না। 
তোমার এ কথা শোনার পরে, 
আমার মাথায় যেন হাজারটা বজ্রাঘাত হয়েছিল। 
তবু শত কষ্ট বুকে চেপে, তোমার সিদ্ধান্ত টাকে আমি সম্মান জানিয়েছিলাম। 
হয়তো সেটাই ছিল, আমার জীবনের সবচাইতে বড় ভুল। 
সেদিন যদি বেহায়াদের মত, 
তোমায় জোর করে কাছে টেনে নিতাম, 
তাহলে হয়ত আজ আর এত কষ্ট অনুভব করতাম না। 
আচ্ছা আমাদের কি আর কোনো সুযোগ নেই এক হবার ? 
তুমি কি সত্যিই, অন্য কাউকে পেয়ে গেছ? 
সে কি সত্যিই তোমায় আমার মত ভালবাসে ? 
তোমার এক্টূ আঘাতে, পাগল হয়ে ওঠে? 
হয়তো বা সে, তোমায় আমার চেয়েও বেশী ভালবাসে। 
তুমি ভালো থেক, সুখে থেক,
এইটুকুই শুধু চাই। 
আমার চিন্তা কর না, 
আমি জানি, 
আমায় নিয়ে তোমার চিন্তা করার সময় ও নাই। 
আমি আছি, থাকব, 
তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে সারাটা জীবন, 
তোমার প্রাক্তন হয়ে।
  
আমি আছি, থাকব,  তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে সারাটা জীবন,  তোমার প্রাক্তন হয়ে।



Tag: প্রাক্তন, সৌরভের ব্যর্থ প্রেমের কবিতা, Ex Lover, Sad Love poem by Sourav Bhuniya, prakton ke niye kobita, prakton, ex, bangla premer kobita, valobasa

No comments