বেশ্যা, সে কি নিজের দোষে, নাকি সমাজের? Beshya, se ki nijer doshe naki somajer? written by Sourav Bhuniya
বেশ্যা, সে কি নিজের দোষে, নাকি সমাজের?
যাকে তুমি আজ বেশ্যা বলছ,
সেও কোনো এক নারী, হতে পারে কোনো এক মা।
সন্তানের মুখে অন্ন তুলে দিতে ধরেছে এই পথ।
দোষ কি তাতে?
পাঁচটা দশটা ছেলের মন নিয়ে খেলা করে,
তাদের ফিলিংস এর ফোয়ারা উড়ায়;
আজ এর সাথে কাল ওর সাথে oyo রুমে সময় কাটায়,
তবে তাকে কেন বলনা বেশ্যা???
কারণ, সে ভদ্রতার মুখোশের আবরণ পড়েছে বলে!!!
তবে, সেই নারী তো নিজের অভাবে কিংবা পরিস্থিতির চাপে -
পেশা বানিয়েছে বেশ্যাকে।
সে তো কারোর হৃদয় নিয়ে খেলেনি !!
বেশ্যা যদি সমাজের নিচু তলার লোক হয়,
তবে যারা হৃদয় নিয়ে মজা করে,
তারা তো নরকের কীট।
বেশ্যা শরীর বেচেও নিজের সম্মান নিয়ে বাঁচে,
নিজের আত্মমর্যাদার সাথে থাকে।
আর যারা ভদ্রতার মুখোশে ---
ছদ্মনামে বেশ্যা গিরি করে বেড়ায়
তাদের আত্মমর্যাদা কোথায় যায়?
তারা কি কখনও নিজের অন্তরাত্মার সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারবে???
কখনও কি পারবে ---
আত্মমর্যাদায় ভরপুর, তথাকথিত বেশ্যা নারীর চোখে চোখ মেলাতে???
Tag: beshya, beshyake niye kobita, bangla kobita, adult kobita
Post a Comment