Header Ads

আজকাল বড্ড মনে পড়ে সেই মানুষটার কথা, যে আমার একদিন পুরো পৃথিবী ছিল। Ajkal Boddo mone pore sei manushtar kotha, je amar ekdin puro prithibi chilo

 


আজকাল বড্ড মনে পড়ে সেই মানুষটার কথা,

যে মানুষটার কোলে মাথা রাখলে এককালে স্বর্গসুখ খুঁজে পেতাম। 

যার হাতের রান্না আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল। 

ঐ ডাল দিয়ে চলকুমরোর ভাজা, কুমড়ো দিয়ে কাকড়ার ঘন্ট খাবার জন্য যার কাছে প্রতিদিন আবদার ধরতাম। 

আজ সেই মানুষটার কথা মনে পড়ে, যে আমার জন্য রাতের পর রাত জেগে থাকত,

যে আমার সব ক্রাইমের সাক্ষী ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। 

মনে পড়ে, সেই কান্না মুখটার কথা, যখন গ্রাম ছেড়ে শহরে চলে আসি, 

সেই বুক ফাটা আর্তনাদ, 

আমারে শরীরে সামান্য ক্ষত আসলে উদ্বিগ্ন হয়ে ওঠা। 

মনে পড়ে সেই প্রতিদিন কল করে খোঁজ নেওয়া,

শহর থেকে গ্রামে ফিরলে তার সেই খুশিতে ভরা মুখটি। 

খুব বেশি করে মনে পড়ে, তার প্রতি আমার চরম অবহেলা। 

আজ কষ্ট লাগে এটা ভেবে, টাকা ও সম্পর্কের টানাপোড়েনে, সেদিন টাকাকে বেছে নিয়ে যে সম্পর্ককে অবহেলা করেছিলাম, 

সেই সম্পর্ক আজ আমায় অকূল পাথারে ভাসিয়ে একাকী করে চলে গেল। 

আজ মনে হয়, যদি ফিরে যেতে পারতাম সেই হারানো দিনগুলিতে, 

যদি নিজের ভুল গুলো একবার শোধরানোর সুযোগ পেতাম .....

কিন্তু, হয় রে, এ নিষ্ঠুর জীবন, 

শুধু একবারই সুযোগ দেয়,

নইলে সব কিছু এক নিমেষে কেড়ে নেয়। 

Tag: Jiboner kotha, bangla kobita, amar prithibi, make niye kobita, sourav writings, souraver kobita

No comments