আমার ও একটা মানুষ চাই । Amar o Ekta Manush Chai, written by Sourav Bhuniya
সবার মত,
আমার ও একটা মানুষ চাই।
খুব কাছের, খুব নিজের একজন মানুষ।
যার দিকে অপলক চেয়ে থাকতে পারব কোনো দ্বিধা না করে।
যাকে আমি নিজের অধিকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারব,
দেখতে পারব যার মুখের ব্রণ, কপালের কালো দাগ।
যার শাড়ীর আঁচলে মুখ মুছে নিতে পারব।
যার ওই সাগরের ঢেউয়ের মত চুলের সাথে খিলমলিয়ে হেসে উঠবে আমার আঙ্গুলগুলি।
আমার ও একটা মানুষ চাই,
যার কোলে মাথা রেখে, ওই আকাশে হারিয়ে যাওয়া আমার মায়ের কোল খুঁজে পাব।
আমার ও একজন মানুষ চাই,
যে বলবে -- পুরুষ মানুষ ও কাঁদতে পারে,
তার বুকেও হাহাকার ওঠে।
আমার ও একটা মানুষ চাই,
যাকে সবার সামনে চিৎকার করে বলতে পারব,
' ও আমার মানুষ, শুধু আমার।'
Post a Comment