আমাদের প্রেমের গল্প । Amader Premer Golpo, By Sourav Bhuniya
ওই যে ওই রাস্তায়, ওই যে বাম মোড় টায়, একটু এগিয়ে গাছ তলাটায় -
তুমি আর আমি ছাতার তলায়,
সেই ঝুম ঝুম বৃষ্টি মনে পড়ে?
মনে পড়ছে না তো?
দূর, এমন আন রোমন্টিক হলে হয়?
তোমার সাথে কি প্রেম বাপু,
না জন্মদিন মনে রাখ, না আমাদের প্রথম দেখা হওয়া - কিছুই তো মনে নেই তোমার।
ওই দেখ আমার বান্ধবী টা কতত ভালো একটা বয়ফ্রেন্ড পেয়েছে...!!!
জন্মদিন, প্রথম দেখা হওয়া সব কেমন মনে রাখে, কত কি গিফট দেয়, কত রোমান্টিক বল তো.....
তুমি না ....
দূর ভালো লাগে না।
ও মা ,
এ কি! তোমার মুখটা এমন বাংলার পাঁচ কেন?
ওকে বাবা হয়েছে...
থাক, তোমাকে আমার জন্মদিন মনে রাখতে হবে না,
তোমাকে আমার রোমান্টিক হওয়া লাগবে না।
তুমি শুধু এভাবে আমার পাশে থেক সারাটা জীবন, শুধু আমার হয়ে থেক।
কোনোদিন যদি দেখেছি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে,
তাহলে কিন্তু খবর আছে...
যা এটা আবার কাকে বলছি....
ওই তো বাংলার পাঁচের মত একটা মুখ,
আমি বলেই পটে গেছি, নইলে কেউ পটত নাকি!!!!
হুঁ... খুব বোকা ছিলাম তাই।
সব কপাল, বুঝলে সব কপাল।
চলো চলো
এবার চল, আমায় বাসে তুলে তোমার হোস্টেলে যাওয়া লাগবে না...
তোমার তো আবার ঠান্ডার ব্যামো। একটুতেই ঠাণ্ডা লাগে।
কিছু হলে তো সেই আমায় ছুটতে হবে।
সব ঝামেলা সেই আমার ওপর।
কি আর করা যাবে...
কপালে জুটেছে একটা রোগী ক্যাবলা আনরোমান্টিক লোক।
ওই তো বাস এসে গেছে।
চল আসছি তবে, আর খুব সাবধানে থাকবে।
হোস্টেলে পৌঁছে কল দিও কিন্তু।
ভুললে কিন্তু তোমার কপালে দুঃখ আছে।
বাই বাই (হাত নাড়তে নাড়তে বিদায়)
(এভাবেই রাগ অভিমান বকাবকি ঝগড়া তে ভালোবাসা গুলো অটুট থাকুক।)
Tag: Premer kobita, premer golpo, prem, valobasa, college love story, Bangla love story
Post a Comment