Header Ads

আপনি কি জানেন, Extrovert, Introvert ছাড়াও আরও কিছু ধরনের মানুষ আছে এই দুনিয়ায়? Do you know, there have more types of people in the world without Extrovert & Introvert

 


আমরা সব সময় সব জায়গায় সাধারণত দুই ধরনের মানুষের কথা বলি -

                                         ১। একস্ট্রোভার্ট

                                          ২। ইন্ট্রোভার্ট।

আপনি কি জানেন? 

এই দুই ধরনের মানুষ ছাড়াও আরো কিছু প্রকারের মানুষ আছে। 

তাদের মধ্যে উল্লেখযোগ্য , যাদের কথা আমি আজ বলব --

     ১। Present Centric / বর্তমান কেন্দ্রিক

      ২। Future Centric / ভবিষ্যত কেন্দ্রিক

প্রথমজন অর্থাৎ বর্তমান কেন্দ্রিক মানুষজন বর্তমানেই থাকতে ভালবাসে। মানে আজকের খুশি, দুঃখ, ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। হই হুল্লোড় করে, ভবিষ্যতের কোনো ধার ধারে না। টাকা পয়সা যা পেল, কোনো সেভিংস কিছু না করেই ইচ্ছে মত উড়ায়। এদের প্রচুর বন্ধু বান্ধব থাকে, সবসময় পার্টি, মস্তি তে ই মেতে থাকতে এরা বেশি পছন্দ করে। 

আর দ্বিতীয় জন অর্থাৎ ভবিষ্যত কেন্দ্রিক মানুষজন, বর্তমানের চেয়ে ভবিষ্যতের দিকে বেশি কনসেনট্রেট করে থাকে। অর্থাৎ  এরা সহজে কিছু পেলে খুশি হয় না। ছোট কিছু পাওয়ায় এরা খুশি হয় না। বড় কিছুর জন্য অপেক্ষায় থাকে এরা। ভবিষ্যতের জন্য সেভিংস করে। এরা সাধারণত ওয়ার্কহোলিক হয়। সবসময় সিরিয়াস, কাজে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে। 

এখন প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে কে সঠিক? কে ভালো? 

আমি বলব কেউই নয়। 

কোনো কিছুই অধিক মাত্রায় কখনও ভালো হতে পারে না। 

যারা বর্তমান কেন্দ্রিক, তারা বর্তমানের কথা ভেবে ভবিষ্যত এর চিন্তা করা ভুলে যায়। আর পরে নিজেরাই নানান আর্থিক সমস্যা, পারিবারিক ঝামেলায় ফেঁসে যায়। তখন কিন্তু তার সুখের পায়রা মত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো কাজে আসে না। 

আর দ্বিতীয় প্রকারের মানুষজন অর্থাৎ ভবিষ্যত কেন্দ্রিক মানুষজন, বেশি ভবিষ্যত এর কথা ভাবতে গিয়ে বর্তমানের আনন্দ গুলো আর উপভোগ করতে পারে না। পরিবারকে, তাদের সম্পর্ক গুলোকে, প্রিয় মানুষ গুলোকে আর সময় দিতে পারে না। তাদের সাথে ভালো খারাপ মুহূর্ত গুলোকে আর উপভোগ করতে পারে না। 

তাই দুটোর কোনোটাই ভালো নয়। 

বেস্ট হলো, দুটোর মধ্যে ব্যালেন্স করে চলা। বর্তমানের আনন্দ ও উপভোগ করুন, পরিবার কে সময় দিন। প্রিয় মানুষটার সাথে ভালো খারাপ সব রকমের মুহূর্ত গুলো উপভোগ করুন। 

সাথে, ভবিষ্যতের কথা ও ভাবুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। 

তো আজ তাহলে এইটুকুই। 

ও হ্যাঁ, আপনি ঠিক কোন দলে পড়েন, মানে Present Centric নাকি Future Centric নাকি কোনোটাই নয়, একেবারে Balanced??

No comments