Header Ads

ওভার থিঙ্কারদের সমস্যা। Problems of Overthinker

 


আমরা যারা ওভার থিংকিং করি, তাদের সমস্যা অনেক। 

আসলে ওভার থিংকিং এর ফলে হয়তো আমরা নতুন কিছু সৃজন করতে পারি। 

এটা একটা ভালো দিক। 

কিন্তু প্রদীপের নিচে তো অন্ধকার থাকবে। 

তাই এই ওভার থিংকিং এর ফলে একটা  সাধারণ জিনিসকে অনেক বড় করে দেখি। 

কারোর সামান্য হাসিতে আমরা তাকে আমাদের মূল্যবান মন টা দিয়ে ফেলি। 

কারোর সামান্য কেয়ার দেখানো কে অনেক বেশি কিছু ভেবে ফেলি, তার জন্য নিজের সব কিছু বিলিয়ে দেই। 

আমাদের পাশাপাশি থাকা প্রত্যেকটা মানুষের কথা ভাবি। তাদের সামান্য একটু কথায় আমাদের হৃদয়ে বিশাল বড় আঘাত লাগে। 

আমরা ভিতরে খুব কষ্ট পাই, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না। 

আর সামনের মানুষটা বুঝে কিংবা না বুঝে একের পর এক আঘাত করে যেতে থাকে। 

আমাদের মন ভাঙ্গে, টুকরো টুকরো হয়ে যায়, খুব যন্ত্রণা হয়।সেই অসহ্য বেদনা, শরীরের কোনো অংশ কেটে গেলে, তার চাইতেও ভয়ংকর পীরা। কিন্তু কে বুঝে কার কথা? 

কে খবর রাখে আমাদের? আমাদের মনের? 

মানুষ গুলো শুধু একের পর এক কষ্ট দিতেই ব্যস্ত থাকে। 

আসলে সব জিনিস আমাদের জীবনে আশীর্বাদের সাথে সাথে অভিশাপ ও নিয়ে আসে। 

এই ওভার থিংকিং এর আশীর্বাদ খুব ভালো হলেও, অভিশাপ টা অসহ্য বেদনাদায়ক। 

No comments