Control your emotion, anger & Be Mature
ছোটো বেলায় মা আমাকে একটা ছড়া শোনাতেন। জানিনা ছড়াটি কার লেখা। তবে ছড়াটি ছিল এরকম -
" দপ করে জ্বলে ওঠে আগুন যেমন
খপ করে জেগে ওঠে রাগ ও তেমন।
আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই ,
রাগও কমে গেলে মনে দুঃখ পাই। "
কথাটি একেবারে বাস্তব সত্য।
ছোট বেলায় এর মর্মার্থ ঠিক বুঝতে না পারলেও, এখন বুঝতে পারি।
এই রাগ জিনিসটা আমাদের ভয়ংকর শত্রু।
হঠাৎ করে রেগে গিয়ে আমরা কত লোককে কত কথা শুনিয়ে দেই। তারপর যখন মাথা ঠান্ডা হয় তখন বুঝতে পারি কত বড় ভুল করে ফেলেছি।
এই রাগের বশে কত সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়, কত সম্পর্ক নষ্ট হয়ে যায়।
রাগের বশে মাঝে মাঝে আমরা আমাদের কাছের মানুষকে যা নাই তা শুনিয়ে দেই। মাঝে মাঝে সেগুলো এমন পর্যায়ে পৌঁছে যায় যে হাজারবার '' সরি " বলেও তার ভুকতান আর করা যায় না।
ম্যাচিউর মানুষের লক্ষণ হল, তারা তাদের ইমোশান, তাদের রাগ কে নিয়ন্ত্রন করতে জানে।
So, Control your emotion, control your anger & Be mature.
Post a Comment