কারোর স্পেশ্যাল মানুষ হওয়া খুব ক্ষতিকর। To be special for someone is very dangerous
কারোর স্পেশ্যাল মানুষ হওয়া খুব ক্ষতিকর।
কারণ, যখনই তুমি কারোর স্পেশ্যাল হবে, তখন তুমি পুরোপুরি অকেজো হয়ে যাবে।
এটা মানুষের মনসতত্ব।
কোনো ডাক্তার যখন অপারেশন করে, সে যতই ভালো ডাক্তার হোক না কেন, সে নিজের ছেলে বা স্ত্রীর অপারেশন করতে পারে না। ভয় পায়, পাছে যদি তার হাত কেপে যায় আর তাতে যদি কিছু হয়ে যায়। অথচ ওই ডাক্তারই একজন সফল সার্জেন।
তাই বলি, যখনই তুমি কারোর স্পেশ্যাল মানুষ হবে, তখনই তুমি ওই মানুষটার জন্য পুরোপুরি অকেজো হয়ে যাবে।
মানুষটাকে হারানোর ভয় পাবে। ওই মানুষটার কিছু হলে নিজের বোধ বুদ্ধি ক্ষমতা হারিয়ে ফেলবে, পাগলের মত চারদিকে ছুটে বেরাবে।
অথচ সেই তুমিই একদিন কিনা যে কোনো সমস্যায় মাথা ঠান্ডা রেখে তার সমাধান খুঁজে নিতে।
কিন্তু আজ এমন কি হল, যে ওই স্পেশ্যাল মানুষটার জন্য নিজের চিন্তা করার ক্ষমতাই হারিয়ে ফেলেছো।
আবেগ জিনিসটাই এমন। খুব দূর্বল করে দেয় আমাদের।
তাই নিজের আবেগ কে কন্ট্রোল করতে শেখা উচিত।
শুধুমাত্র হৃদয়ের কথা শুনলে চলবে না। মস্তিষ্ক যেটা বলছে সেটাও ঠিক করে বিচার করতে হবে।
মূল কথা হল এটাই যে, হৃদয় এবং মস্তিষ্ক দুজনের মধ্যে সমতা বজায় রেখে চলতে হবে। নইলে হয় তুমি অতিরিক্ত আবেগী কিংবা আবেগ শুন্য রবোটে পরিণত হবে, যার কোনোটাই স্বাভাবিক নয়। অতিরিক্ত কোনো জিনিসই কখনও ভালো হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
Post a Comment