ভুল ক্ষমা করা সহজ, কিন্তু নতুন করে বিশ্বাস করা খুবই কঠিন।
সরি, দুঃখিত
এই শব্দটি তখনই মানায় যখন আপনি কোনো ভুল করেছেন।কিন্তু সেই জায়গায় মানায় না, যেখানে আপনি কারোর বিশ্বাস ভেঙেছেন।
জীবনে আপনি ভুল করতেই পারেন। ভুল করা কোনো অপরাধ নয়। ভুল মানুষ মাত্রই করে। আর তাছাড়া ভুল থেকেই মানুষ কিছু শেখে।
কিন্তু সেই ভুল করার দোহাই দিয়ে কারোর বিশ্বাস নিয়ে খেলা করবেন না। কারোর বিশ্বাস ভাঙবেন না।
কারণ, কাউকে ক্ষমা করা খুবই সহজ। কিন্তু কাউকে ভুলে গিয়ে আবার কাউকে নতুন করে বিশ্বাস করা খুবই কঠিন। শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভবের সমান।
Post a Comment